
এইচআইভি একটি ঘাতক রোগ। তবে বর্তমানে এইচআইভি এর চিকিৎসা বের হয়ে গেছে।এখন থেকে বাড়িতে বসেই এইচআইভি টেস্ট করতে পারেন। নতুন একটি টেস্ট কিট ছাড়া হয়েছে লন্ডনে। এর মাধ্যমে আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারবেন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। ফলাফল পেতে মাত্র ১৫ মিনিট সময় ব্যয় করতে হবে। প্রাথমিক অবস্থায় ব্রিটিশ বাজারে এর বিক্রি শুরু হয়েছে।
‘বায়ো শিওর ইউকে’ নামের একটি প্রতিষ্ঠানএইচআইভি কিট বানিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, এটা অনেকটা গর্ভধারণ পরীক্ষার কিটের মতো কাজ করে। রক্তের অ্যান্টিবডি পরিমাপ করে এটি।
মাত্র এক ফোঁটা রক্তই যথেষ্ট হবে যা আঙুলের মাথা থেকে সংগ্রহ করবেন। ডায়াবেটিস পরীক্ষার কিটের কাজও অনেকটা এরকম। একটি ল্যানসেটে দুটো বেগুনী রংয়ের লাইন পজিটিভ ফলাফল নির্দেশ করবে।
তবে শুধুমাত্র এই কিটের ওপরই যে ভরসা করে থাকতে হবে তা নয়। প্রয়োজনে চিকিৎসকের মাধ্যমেও পরীক্ষা করিয়ে নিতে পারেন।
স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য ও পরামর্শ পেতে নিয়মিত আপনার ডক্টর হেল্থ সাইটরে সাথে থাকবেন।ধণ্যবাদ