...

কাজলের কালিতে চোখ রাঙিয়ে তুলুন

কাজলের

 

কাজলের কালিতে  চোখ রাঙিয়ে তুলুন

সাজে কাজলের অবদান  চিরদিনের। ব্যবহারের ধরনে কিংবা কাজলের রঙে হয়তো ভিন্নতা এসেছে। কিন্তু ফ্যাশন-সচেতন তরুণীদের কাছে কাজলের চাহিদা কখনোই কমেনি।
এখন কীভাবে, কোন ঢঙে কাজল দেওয়ার ফ্যাশন চলছে, তা জানিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী।

কালো রঙের কাজলতো সব সময়ই দেওয়া হয়। সঙ্গে সবুজ, নীল বা ধূসর রঙের কাজল মিশিয়ে দেওয়ার ধরনটি এখন বেশ জনপ্রিয়। দুটি রঙের কাজল ও পাপড়িতে ঘন করে মাসকারা দিয়ে নিলে চোখ জোড়া দারুণ সুন্দরভাবে ফুটে উঠবে।
হাল ফ্যাশনে লেন্স পরার চলও খুব দেখা যাচ্ছে। কন্টাক্ট লেন্সের সঙ্গে রং মিলিয়ে কাজল দিলেও ভালো দেখাবে। এতে লেন্সের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন ফারজানা মুন্নী।

এখন ক্যাট আই, উইং আই, ডাবল উইং আই, ফিশ আই স্টাইলে চোখ আঁকা হচ্ছে। কালো কাজল দিয়ে এ ধরনের স্টাইল করা যেতে পারে।
শুধু বুঝে নিতে হবে কোন আকৃতির চোখে কীভাবে কাজল দিলে মানায়। কাউকে বেশি টেনে কাজল পরলে ভালো দেখায়, কাউকে মানায় চিকন করে দিলে, কাউকে আবার সুন্দর দেখায় মোটা করে লাইন টানলে।
টেনে কাজল দিলে সাধারণত চোখটা একটু বড় দেখায়। চোখ বড় দেখানোর জন্য চোখের নিচে সাদা কাজলও ব্যবহার করা যেতে পারে। কাজল দেওয়ার পরপর চোখে যে রঙের শেড ব্যবহার করবেন, তা চোখের নিচে হালকাভাবে মিশিয়ে দিলেও দেখতে ভালো লাগে।
এখন অনেকে চোখের পাতায় মোটা করে কাজলের রেখা টানছেন। নিচে পুরো চোখে না দিয়ে কেবল কোনায় অল্প একটু অংশে কাজল দিচ্ছেন। বাকি অংশে সাদা কাজল বা শেড দিয়ে পূরণ করছেন। এমন স্টাইলেও মন্দ লাগে না।
ক্যাট আই, উইং আই, ডাবল উইং, ফিশ আই স্টাইলে কাজল দেওয়ার স্টাইল কিশোরীদের মধ্যেই বেশি জনপ্রিয় বলে জানালেন রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী।
যাঁদের বয়স একটু বেশি তাঁরা খুব একটা টেনে কাজল দিতে পছন্দ করেন না। ট্রেন্ড কী চলছে, তার চেয়ে নিজেকে কোনটায় মানায়, সেদিকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত।

পড়ুন  কিছু টিপস জেনে নিলেই গরমে আপনার ত্বক থাকবে উজ্জল সব সময়

 

কিছু পরামর্শ

* গরমে ঘাম বেশি হয় বলে কাজলের লেপ্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এ সময় ওয়াটার প্রুফ কাজলের  ব্যবহার করাই ভালো।

* রং বসার জন্য জোরে ঘষতে হয় না, সহজেই দেওয়া যায় এমন কাজল কিনুন।
* দেওয়ার আগে কাজলটি শার্প করে নিন।
* কাজল দেওয়ার পর তার ওপর কালো রঙের শেড দিয়ে তা ভালোভাবে বসিয়ে নিন, এতে কাজল ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।
* চোখের নিচে কাজলের মোটা ও গাঢ় দেখাতে চাইলে একই রঙের শেড দিয়ে কাজলের ব্লেন্ড করে নিন।
* পরিষ্কার পাতলা কাপড় বা তুলায় বেবি লোশন অথবা আই মেকআপ রিমুভার লাগিয়ে ভালোমতো কাজল তুলে ফেলুন।
* নামী ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন।

ফেসবুক কমেন্ট

comments

About Deb Mondal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.