পড়শীর সেই গোপনে ধারণকৃত ভিডিও
নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। আসলেই পড়শীর গানগুলো বেশ জনপ্রিয়। বিশেষ করে আরফিন রুমীর সাথে বেশ কিছু গান গেয়ে ইতিমধ্যে তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তার নিজের সলো অ্যালবামের গানগুলোও সমান জনপ্রিয়। কিছুদিন আগে একটি ভিডিওচিত্র নির্মান কালে অনুষ্ঠান উপস্থাপক পড়শীর সাথে বেশ অশ্লীলতার পরিচয় দিয়েছেন। অনেক দৃশ্য দেখলে আপনিও হা হয়ে যাবেন। গুণী এ শিল্পীরে সাথে উপস্থাপক এমন অশ্লীলতা না করলেও পারতেন।অনেক দিন আগে থেকেও ভিডিওটি নিয়ে বেশ তোলপাড় চললেও এখন আবার তা নতুনরুপে দেখা যাচ্ছে।
পাঠক গোপনে ধারণ করা পুরো ভিডিওটি দেখুন।
Loading...