২৪ বছর পর মাটির নিচের গো’পন কারাগারে (jail) খুঁজে পাওয়া গেল সুদানের সাবেক মন্ত্রীকে ।
সুদানের স্বৈরশাসক ওম’র আল-বশিরের অ’বৈধ শাসনের প্রতিবাদ করায় ২৪ বছর আগে ১৯৯৫ সালে প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল ইব্রাহিম ছামসাদিনকে জে’লে পাঠায়। ২০০৮ সালে সুদান সরকার বিমান দুর্ঘ’টনায় তিনি মা’রা যান বলে ঘোষনা (declare) করেন।
২৪ বছর পর মাটির নিচের গো’পন কারাগারে খুঁজে পাওয়া গেল সুদানের সাবেক মন্ত্রীকে
কিন্তু ২৪ বছর পর অ’বৈধ শাসনের প্রতিবাদকারী ছামসাদিনকে জীবন্ত অবস্থায় সুদানের রাজধানী খার্তুমের একটি ম’সজিদের মাটির নিচের গো’পন কারাগারে (jail) খুঁজে পাওয়া গেছে।
সেখান থেকে তুলা তার একটি হ্রদয়বিদারক ছবি সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে। ছবিতে দেখা যায় রোগ- মলিন চেহারা অ’পুষ্টিতে ভোগা একজন বৃদ্ধা খালি শরীরে (body) বালির উপর বসে আছেন। তার পরনে একটি জীর্ণশীর্ণ লুঙ্গি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যামেরার (camera) দিকে।
যে স্বৈরশাসক ওম’র আল-বশির এর জন্য ২৪টি বছর এমন করুন পরিনতি ভোগ করতে হয়েছে তিনিও বর্তমানে জে’লখানায় ব’ন্ধী আছেন।
আফ্রিকাভিত্তিক একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এ খবরটি পাওয়া যায়।