...

টেলিভিশন (Television) থেকে সাবধান!

টেলিভিশন (Television)

টেলিভিশন (Television)

টেলিভিশন (Television) দেখতে গিয়ে আহতের সংখ্যা বাড়ছে প্রতিদিন৷ কোথায়, জানেন? যুক্তরাষ্ট্রে! দিনে একজন-দুজন নয়, প্রতি ৩০ মিনিটে আহত হয় অন্তত একজন শিশু৷
সব দেশে তো আর খোঁজ নেয়া হয়না৷ হলে নিশ্চয়ই সব জায়গা থেকেই আওয়াজ উঠতো, ‘‘সোনামনিরা, সাবধান!”
যুক্তরাষ্ট্রে টেলিভিশন (Television) দর্শকের সংখ্যা বাড়ছে, বাড়ছে দেখতে গিয়ে আহত হবার ঘটনাও৷ আহতদের মধ্যে শিশুই বেশি৷ জার্নাল পেডিয়াট্রিকস ১৯৯০ থেকে ২০১১ – এই ২১ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, এ সময়ে টেলিভিশন (Television) দেখতে গিয়ে আহত হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৮৮৫ জন শিশুকে৷ ২১ বছর আগে চিত্রটা বেশ স্বাভাবিক ছিল৷ ১৯৯০ সালে টেলিভিশনে (Television) গায়ে পড়ে আহত হয়েছিল ৫ হাজার ৪৪৫ জন, ২০১১ সালে সংখ্যাটা বেড়ে হয়েছে ১২ হাজার ৩০০! কেন ২১ বছর আগের তুলনায় বছরে দ্বিগুণেরও বেশি শিশু টেলিভিশন (Television) দেখার আনন্দ নিতে গিয়ে উল্টো কষ্টই বরণ করে নিচ্ছে? প্রধান কারণ দুটো৷ প্রথমত, ঘরে ঘরে টেলিভিশন (Television) দর্শকের সংখ্যা বাড়ছে দ্রুত হারে, দ্বিতীয়ত ফ্ল্যাট টেলিভিশন (Television) আসার পর থেকে আগের ভারি টেলিভিশনগুলোকে (Television) রাখা হচ্ছে অপেক্ষাকৃত কম নিরাপদ জায়গায়৷
যুক্তরাষ্ট্রের শতকরা ৯৯ ভাগ ঘরে অন্তত একটা টেলিভিশন (Television) আছেই৷ সবার কি আর একটা টেলিভিশনে (Television) চলে? দুটো বা তিনটা টেলিভিশন (Television) আছে এমন ঘরই বেশি৷ দেখা গেছে যুক্তরাষ্ট্রের শতকরা ৫৫ ভাগ ঘরে একটা- দুটো নয়, টেলিভিশন (Television) আছে কমপক্ষে তিনটা করে! এমন হলে সাড়ে ৩১ কোটি মানুষের দেশে বছরে গড়ে কমপক্ষে ১৭ হাজার শিশু শুধু টেলিভিশন (Television) দেখতে গিয়ে আহত হবে এতে কি খুব অবাক হওয়ার কিছু আছে?
আহতদের সবাই যে একেবারে কোলের শিশু তা কিন্তু নয়৷ ২১ বছরের হিসেবে দেখা গেছে, নিজে নিজে টেলিভিশনের (Television) কাছে হামাগুড়ি দিয়ে যেতে পারে এমন শিশু থেকে শুরু করে ১৮ বছরের কিশোর-কিশোরীরা রয়েছে আহতদের মধ্যে৷ সামান্য আশ্বস্ত হবার মতো তথ্য আছে একটাই৷ দেখা গেছে যত আহত তত শিশুকে বড় সমস্যায় পড়তে হয়না৷ বেশিরভাগই হাসপাতাল ছাড়তে পারে প্রাথমিক চিকিৎসার পর৷ হাসপাতালে ভর্তি হতে হয় শতকরা ২ দশমিক ৬ ভাগ শিশুকে৷ মৃত্যুর হার এখনো খুব শঙ্কাজনক নয়৷ গত ২১ বছরে যুক্তরাষ্ট্রে টেলিভিশন (Television) দেখতে গিয়ে মারা গেছে মোট ২১৫ জন শিশু৷সূত্র: ডিডাব্লিউ

পড়ুন  তনুর মৃত্যুর জন্য তনুই দায়ী বললেন এক যুবক, এমন কথা বলার কারণ কি? দেখুন ভিডিওতে

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.