ঝলমলে নিখুঁত ও লাবণ্যময়ী ত্বকের জন্য রাতের ২টি ফেসিয়াল মাস্ক |
পরিচ্ছন্ন সুন্দর ত্বক কে না চায়।কিন্তু তার জন্য প্রয়োজন চর্চার কিন্তু সময কোথায় তাই চলুন আজকে জেনে নেই রাত্রে ব্যাবহার করার মতো দুটি ফেইসফ্যাক।
টিপস ০১ :
চিনি,লেবুর রস ও অলিভঅয়েলের প্যাক খুব সহজে তৈরি করতে পারেন । এই তিনটি উপাদান এক সাথে মিশিয়ে ভালভাবে নাড়ুন অভাল মতো মিশ্রন হলে তা শোবার আগে ব্যাবহার করুন সকালে ধূয়ে ফেলুন। ত্বক হবে সুন্দর কোমল ।
Loading...
টিপস -২:
আমরা সবাই কমবেশি কলা খাই। কিন্তু আমরা জানি কি এই কলার উপকারিতা সম্পর্কে।কলা ত্বককে কোমল করার এক অসাধারন এক উপাদান। ভাল হয় যদি আপনি কলা ও দই একসাথে মিশিয়ে ব্রাবহার করতে পারেন । কারন দই সবসময় ত্বককে ঊজ্জল করতে কর্যকর।
টিপস ০৩:
প্রোয়জনীয় উপাদান :
১. কলা একটি ।
২.মধু এক চা চামচ।
৩.দুধ এক টেবিল চামচ।
৪.টক দই এক চা চামচ।
কলাকে ব্লেন্ড করে একটি কাচের বাটিতে রাখুন এর পর বাটিতে দুই চা চামচ দই দিয়ে মিক্সড করে নিতে হবে।উহাতে মধু ও দুধ মিশিয়ে নাড়ুন । এখন ব্যবহার করুন সারা মুখে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন সামান্য গরম পানি দিয়ে। নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ত্বক উজ্জল ও সুগন্ধিহবে।
আপনাদের সুখি জীবনী আমাদের একান্ত্য কম্য। আপনার ডক্টর এর সাথে থাকবেন সুস্খ্য থাকবেন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
চুলে শ্যাম্পু করার কিছু টিপস।না দেখলে লস করবেন
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ