![]() |
রোগ ব্যধিতে পেপের উপকারিতা |
১. বদ হজমের রোগিদের পাকা পেঁপে খেলে খুব উপকার মিলবে। পাঁকা পেপে খেলে মুখে রুচি বাড়ে, সাথে সাথে খিদে বাড়ে তাছাড়া পাঁকা পেপে কোষ্ট পরিস্কার করে এবং বায়ু নাস করে। এ ছাড়াও পেপে অর্শ রোগের ক্ষেত্রেও বেশউপকারি।
২. কাঁচা পেঁপের আঠা বীজ কৃমনিাশকস। কাঁচা পেঁপের আঠা চিনি বা বাতা্সোর সাথে মিশিয়ে খেলে অর্শ ও জন্ডিস সহ লিবারের নানা রোগ ভালো হয়। এ আঠা প্রতিদিন সকালে ৫- ৭ ফোটা আঠা বাতাসার সাথে মিসিয়ে খেলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়। ব্রন আচিল জিভের ঘায়ে এ আঠা লাগলে খুব উপকার হয়।
৩. পেপে গাছের শুকনো পাতা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে পাকস্থলির স্বভাবিক ক্রিয়া ফিরে আসে।
তবে প্রতিদিন নয় পেটের অসুখ সারাতে হজম শক্তি বাড়াতে এক দিন অন্তর অন্তর এক টুকরো পেপে সিদ্ধ অথবা পেপের তরকারি খাওয়া যেতে পারে। তাই আমরা বাসায় বসে কিছু নিয়ম মেনে চললে, কিছু খাদ্য খাবার নিয়ম মাফিক খেলেআমরা পেতে পারি সুস্হ সুন্দর পরিপাটি জীবন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
ঈদে সাজুন মন ভরে
হার্টের রোগের ঔসধ হিসেবে নাসপতির ব্যবহার
সাঁতার কাটার উপকারিতা