থানকুনি পাতা কম বেশি অনেকে চিনেন।বহুবিধ গুণ রযেছে এই থানকুনি পাতার।আজ আমার জানব থানকুনি পাতার সেই বহুবিধ গুণ সম্পর্কে। চলুন জানি Health এর জন্য থানকুনি পাতার বহুবিধ উপকার সম্বন্ধে
১। সকালবেলার খাদ্যে থানকুনির পাতার ঝোল একটদারুন পুষ্টিকর খাবার।
২। সেই বহুকাল আগে থেকে থানকুনি পাতা বিভিন্ন প্রকার রোগের ঔষুধ তৈরতে ব্যবহৃত হয়ে আসছে।
৩। থানকুনির রস খেলে শলরের দুর্বলতা দূর হয়।
৪। থানকুনির পাতা প্রতিনিয়ত খেতে থাকলে স্নায়ুতন্ত্র তীক্ষ্ম হয়।
৫। সে সব রোগী বহদিন যাবৎ চিকিৎসারত তাদের জন্য থানকুনি পাতা ভর্তা বা রস করে খাওয়ানোটা পথ্য হিসেবে বিবেচিত।
৬। যাদের হাতের কব্জি, পায়ের গোড়ালীতে ব্যাতা আছে তারা থানকুনি পাতার রস দিয়ে মালিশ করলে ব্যাতা উপশম হবে।
৭। থানকুনি পাতার রস নিয়মিত শিশুদের খাওয়ালে তাদের কৌষ্টিকতন্ত্র শক্তিশালি হয়।
আরো বিভিন্ন রকমরে স্বাস্থ্য টিপস পেতে আপনার ডক্টরের সাথে থাকুন।