![]() |
ঠোঁটের কালোদাগ দূর করে করে তুলুন গোলাপী |
কে না চায় তার ঠোঁটটা একটু গোলাপী অথবা লাল রঙের ছোয়ায় ভরিয়ে নিতে।অনেকে মনে করেন এটা খুব কনি কাজ। কিন্তু আদৌ এটা বেশি কঠিক কাজ না।আমার প্রতিনিয়ম আপনাদের বিভিন্ন health টিপস দিয়ে চলেছি। আজকের টিপসের মাধ্যমে জানতে পারবেন যে, কীভাবে লিপিস্টিক ছাড়াই ঠোঁটের কালোদাগ দূর করে করে গোলাপী ও লাল বরেণর করা যায়। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি।
১। কাঁচা দুধে তুলা ভিজান। এবার ঠোঁটে ভালো করে ঘষুণ। প্রতিদিন কমপক্ষে ৫ বার এই কাজটি করুন। দেখবেন ঠোটের কালো দাগ দূর হয়ে গেছে।
২। সকালে যখন দাঁত ব্রাশ করবেন তখন ব্রাশ হালকা করে ঠোঁটের উপর ঘষুণ। দেখবেন ঠোঁটের উপর মরে যাওয়া কোষগুলো উঠে যাবে এবয় রক্ত সঞ্চালন কয়েক গুণ বৃদ্ধি পাবে।
৩। রাতে যখন ঘুমাতে যাবেন তার একটু আগে অলিভ অযেলের সাথে খাটি মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। দেখবেন ঠোঁটে সতেজ ও কোমলভাব আসবে।
যদি আপনি কয়েকদিন উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন, তবে ফলাফল দেখে আপনি নিজেই অবাক হবেন।
আমাদের এই আপনার ডক্টর সাইটটির একমাত্র উদ্দেশ্য আপনাদের সুস্ত্য ও সুন্দর জীবনের।তাই আপনারা ও আপনাদের জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।
আর একটা অনরোধ আমাদে পোষ্ট আপনাদের সামান্যতম উপকারে আসলেেোষ্টটি শেযার করবেন।