অল্প সময়ে মাথার চুল ঘন করার দু’টি ঘরোয়া টিপস |
টিপস নাম্বার ১. ডিম ও অলিভ অয়েলের ব্যবহার-
অনেক আগে থেকেই চুলের যত্নে ডিমর ব্যবহার হয়ে আসছে । ডিমে এমন অনেক কিছু আছে চুলের উপকার করে । এ ডিমের ব্যবহারে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পরা রোধ করে। আপনাদের সুবিদার জন্য নিচে তৈরি করার পদ্ধতি দেওয়া হল ।
তৈরী করার নিয়ম-
যেকোন একটি পাত্রে একটি ডিমের সাদা অংশ নিন। তাতে এক চা চামচ জলপাই তেল, এক চা চামচ মধু নিবেন । কারো মাথায় চুল বেশি থাকলে তেল ও মধুর পরিমান বেশি নিবেন । তারপর এ দুটি ভালো করে মিশান যখন একটু গাড়ো হলে আলতো করে মাথায় লাগিয়ে নিন । ২০-২৫ মিনিট পর সাধারন ভাবে মাথা ধুয়ে ফেলুন তারপর শ্যম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন । আশা করি উপকার পাবেন।
টিপস নাম্বার ২. সরিষার তেল ও মেহেদী পাতার ব্যবহার-
অনেকে চুলে নারকেলের তেল ব্যবহার । কিন্তু নারকেলের তেল অপেক্ষা সরিষার তেল চুলের জন্য বেশি উপকারি । সরিষার তেল চুলের গোঁড়া শক্ত করে ফলে চুল পড়া বন্ধ হয় । পাশাপাশি মেহেদী পাতার ব্যবহারে মাথায় নতুন চুল গজায় এবং মাথার চুল কালো করতে সহায়তা করে । নিচে তৈরি করার পদ্ধতি দেওয়া হল ।
তৈরী করার নিয়ম-
একটি পাত্রে ১৫০-২০০ গ্রাম সরিষার তেল গরম করুন । তারপর এতে এক মুঠ তাজা মেহেদী পাতা নিয়ে এক সঙ্গে নিয়ে ৫-৭ মিনিট জ্বাল দিন । তারপর ঠান্ডাকরে ছেকে একটি বোতলে ভরে রাখুন । এক দিন পরপর এই তেল চুলে লাগান । রাত্রে ঘুমানোর আগে এ্ই তেল মাথায় লাগিয়ে রাখবেন এবং সকালে উঠে ভালো করে ধুয়ে ফেলুন । আশা করি ভালো ফল পাবেন।
উপরের টিপস গুলো অনুসরন করলে অতি সহজে ঘন কালো চুল পাবেন।
আপনার জন্য আরো কিছু পোস্ট: