...

চুল ঘন ও কালো করে তুলুন শুধু মাত্র ঘরোয়া উপকরণ ব্যবহার করে

ঘন কালো রেশমি চুল চিরায়ত বাঙালি নারীর ভূষণ বলা যায়। আবহমান কাল থেকে বাঙালি নারীরা ছিলেন নিজেদের চুলের ক্ষেত্রে বেশ সচেতন।  চুল লম্বা এবং কালো করতে কে না চায়? মাঝে চুল ছোট করার ফ্যাশন চলে আসে আর এখন চলছে চুলের রঙ পরিবর্তন করার ফ্যাশন।এর বাইরেও যারা এখনো কালো রাখতে পছন্দ করেন; তারা বেশ সহজেই ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন।

চুল.PNG

চুল ঘন ও কালো করবে ঘরোয়া উপকরণ

১. পেঁয়াজ
সেই আদিকাল থেকেই মাথায় চুলের বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ। কেননা পেঁয়াজের রসে রয়েছে সালফার যা চুলের কোলাজেন কোষবৃদ্ধিতে সহায়তা করে থাকে। এই কোলাজেন কোষটি মাথায় Hair গজাতে সাহায্য করে থাকে। পেঁয়াজ কেটে একটি পরিষ্কার কাপড় দিয়ে চিপে রস বের করে নিন। তারপর এই রস মাথায় প্রয়োগ করুন। ১৫ মিনিট এভাবে রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

Loading...

২. ডিমের তৈরি হেয়ার মাস্ক
ডিমের উচ্চতর প্রোটিন চুলের ফলিকলে পুষ্টি প্রদান করে চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। আর ডিম এবং অলিভ ওয়েল দিয়ে তৈরি মাস্কগুলোতে থাকে সালফার, জিংক, আয়রণ, সেলেনিয়াম, ফসফরাস এবং আয়োডিন যা চুল বৃদ্ধিতে সাহায্য করে। একটি ডিমের সাদা অংশের সাথে, ১ টেবিল চামচ মধু এবং অলিভ ওয়েল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর চুলে ২০ মিনিট দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

পড়ুন  হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

৩. আলুর রস
আলুর রস চুলের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। আলুকে কুচি কুচি করে কেটে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে চিপে রস বের করে নিন। তারপর এই রস মাথায় প্রয়োগ করুন।

৪. মেহেদীর হেয়ার মাস্ক
মেহেদী চুলের জন্য অনেক উপকারী একথা প্রায় সকলেরই জানা। এক কাপ শুকনো গুড়ো মেহেদীর সাথে এককাপ টকদই মিশিয়ে নিন। তারপর এই মাস্কটি চুলে ভালোভাবে প্রয়োগ করুন। ১৫ মিনিট রেখে দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

এভাবে ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনি আপনার চুলের বাড়তি যত্ন নিশ্চিত করতে পারেন। এতে করে আপনার Hair যেমন ঘন কালো হবে তেমনি হবে আরো মোলায়েম এবং মসৃণ। আপনি হবেন ঘন কালো রেশমি চুলের অধিকারী।

ফেসবুক কমেন্ট

comments

About Deb Mondal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.