...

বেশি পরিমাণ বীর্য বেরিয়ে গেলে কি শরীর দূর্বল হয়ে যায়?

প্রশ্ন ২ঃ বেশি পরিমাণ বীর্য বেরিয়ে গেলে কি শরীর দূর্বল হয়ে যায়? শরীরের ক্ষয় হয়? তাহলে কি করা উচিৎ?

বীর্য

বেশি পরিমাণ বীর্য বেরিয়ে গেলে কি শরীরের কোন সমস্যা হয়?

উত্তরঃ  বীর্য (ইংরেজি: Semen) যা বীর্যরস নামেও পরিচিত, হচ্ছে এক প্রকার জৈব তরল যা spermatozoa পারে ধারণ করে। বীর্য পেলভিসের ভেতরে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে বীর্য বের হয় তাকে বীর্যপাত বলে।

বীর্য বের হবার সাথে শরীর ক্ষয় হবার কোন সম্পর্ক নেই, তা সে আপনি যতই বীর্যপাত করুন না কেন। আপনি দৈনিক যে পরিমাণ পৌস্টিক দ্রব্য আহার করেন বীর্যপাতের ফলে তার তুলনায় খুব সামান্যই শরীরে থেকে বেরিয়ে যায়। তাই আপনার একমাত্র কর্তব্য এইসব আজেবাজে চিন্তা পরিত্যাগ করা। তবে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করলে খেয়াল রাখবেন সেই সময় বীর্যপাতের জন্য যেন তাড়াহুড়া না করা হয় (হস্তমৈথুন কি ? হস্তমৈথুনের কি উপকারীতা আছে ? এর ফলে কি কি সমস্যা হতে পারে ?)। সময় নিয়ে উপভোগ করতে করতে হস্তমৈথুন করুন।

 

দ্রুত বীর্যপাতের সমাধান

অনেক পুূরুষই এছন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে লজ্জার কারনে কারও সাথে কথা তো দূরের কথা ডাক্তারের কাছেও যেতে চাননা ।মানুষের মাঝে সচেতনতা বাড়ার কারনে এগুলো নিয়ে ডাক্তারের সাথে আলাপ করছে এবং তারা সুস্থতা লাভ করছে। আজকে আমোদের আলোচনা কিভাবে দ্রুত বীর্যপাত সমস্যা কমানো্ যায় ।

পড়ুন  এখন শুধু পাতলা পানির মত বীর্য বের হয়......

সাধারন ভাবে ডায়বেটিস বা অন্য ধরনের সমস্যা যেমন মানসিক অস্থিরতা বা দূশ্চিন্তা জনিতকারনে এ সমস্যা হতে পারে।

সেরাটোজেনিক এর মাত্রা জন্মগত ভাবে বা কোন কারনে কমে গেলেেএ সমস্যা হতে পারে।

বয়স বাড়ার সাথে সাথে ইজাকুলেশন এর মাত্রা বাড়ে কিন্তু যারা পি ই তে ভূগছেন তাদের ক্ষেত্রে তা নয়।

পরীক্ষায় দেখা গেছে যে সব পুরুষ মিলোনের সময় লিঙ্গ ঠিকমোত ঊথিত হচ্ছে কিনা বা কতক্ষন উথিত থাকবে তা নিয়ে চিন্তা করে তাদের বীর্য পতন তাড়াতাড়ি হয়।

এ সমস্যা থেকে সমধান পেতে হলে সর্বপ্রথম মাদকেকে না বলতে হবে।

অধিক যৌন আবেগ খেকে দুরে থাকতে হবে।

দু জনকেই দুজনকে সঠিক ভাবে বুঝতে চেষ্টা করতে হবে।

প্রথম থেকেেই মৈতুন করা থেকে বিরত থাকতে হবে প্রতমে চুমু দিয়ে শুরু করতে হবে।

সময় নিয়ে এক অপরকে বোঝার চেষ্টা করতে হবে।

বিভিন্ন থেরাপি দিয়ে ও যাদের কাজ হচ্ছেনা তারা হোমিওপ্যাথিক ঔষধের সাহায্য নিলে ভাল হওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকরা দাবি করছে। বীর্য পান করা কী আসলে ক্ষতিকর? জানতে এখানে ক্লিক করুন

পড়ুন  বীর্য শোষণের স্বাস্থ্যের উপর প্রভাব

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

One comment

  1. আহসান

    প্রসাবে জালা পোড়া কী করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.