...

রাশিফল : কেমন যাবে আপনার আজকের দিন

মেষ রাশির রাশিফল ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাশি শাস্ত্র অনুযায়ী মেষ একজন পূর্ণাঙ্গ নেতা। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার নেতৃত্ব অক্ষুণ থাকবে। তবে, কোনো বিতর্কে জড়ানো এ সপ্তাহে আপনার উচিত হবে না। শুভ হোক আপনার চলতি সাত দিন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ব্যবসায়ী যাঁরা সেসব বৃষ এ সপ্তাহে ভালো কাজ দেখাবেন। তার মানে এই নয় যে অন্যরা গোল্লায় যাবেন। সাফল্য আসুক আপনার জীবনেরাশিফল

মিথুন রাশির রাশিফল  ২২ মে-২১ জুন। ভর # ৬
যেকোনোভাবে হোক, চলতি সপ্তাহে আপনি নেতৃত্বের আসনে এসে বসবেন। এটুকু জেনে কাজকর্ম শুরু করেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
অন্যান্য রাশির জাতকদের চেয়ে কর্কট এ সপ্তাহে বেশি ভালো সময় উপভোগ করবেন। নিন, এখন থেকেই হাসিমুখে থাকুন।

সিংহ রাশির রাশিফল  ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ রাশির জাতক বর্তমানে এসে একটু কঠিন সময় পার করবেন। এতে ঘাবড়ানোর কিছু নেই, পরবর্তী সময়ে সব ঠিক হয়ে যাবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার দৃষ্টি সব সময়ই ওপরের দিকে। দৃষ্টি ঠিক রাখুন, লক্ষ্য অর্জিত হবে।

পড়ুন  যৌবন আকাংখা 'কমাতে' চান

তুলা রাশির রাশিফল  ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সিংহের মতো তুলাও একটু কঠিন সময় যাপন করবেন। তাহলেও ঘাবড়াবার মতো কিছু দেখি না।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের চলতি সপ্তাহ সাফল্যে ভরপুর থাকবে। এতে খুশি হওয়ার কিছু নেই বলছেন? আছে, আছে, আছে!

ধনু রাশির রাশিফল  ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো চালু হলো ধনুর গাড়ি। চাকা আর বন্ধ হবে না। এটা নিশ্চয় আপনার জন্য একটা সুখবর। কাজেই খুশি মনে সপ্তাহ শুরু করুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
নিশ্চুপ থাকলেও মকর এখন খুব শক্তিশালী অবস্থানে আছেন। বর্তমানে নীরবতা মকরের শক্তি প্রমাণ করে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
লড়াই শক্ত হলেও কুম্ভ এ সপ্তাহে বিজয়ীর আসনে বসবেন। আর কী চাই!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

এ সপ্তাহে আপনি যে অনেক কর্মব্যস্ত থাকবেন তাতেই আপনার সম্ভাব্য সাফল্য বোঝায়। অর্থাৎ, আপনার চলমান সপ্তাহটি অত্যন্ত শুভ।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী

পড়ুন  লাউয়ের খোসা দিয়ে মজার একটি ভর্তা

 

ফেসবুক কমেন্ট

comments

About Deb Mondal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.