ছেলেদের লক্ষ লক্ষ সমস্যার মধ্যে মাত্র ১০ টা সমস্যা।
২.ছেলেরা মানুষ হিসেবে মেয়েদের অত্যন্ত হেয় মনে করে।তারপর ও মেয়েদের পিছনেই ঘুরে আর ওদের অনুগ্রহ পাবার জন্য কান্নাকাটি করে !
৩.ছেলেদের অন্সয আরেকটি সমস্যা সবকিছুতে নিজেদের মতামত জাহির করতে চায়, যদিও তা ভুল হলেও।
৪.মেয়েদের নিয়ে গবেষণা করাকে ছেলেরা তাদের একমাত্র দায়িত্ব মনে করে।
৫.সুযোগ পাইলেই কাম কাজ বাদ দিয়া টো টো ক্ইরা ঘুরে বেড়ায়।
৬.এরা বার বার প্রেমে পড়তে পারে।সুন্দরী কোন মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায়।
৭.ছেলেদের একটা real girlfrnd(lover) থাকা সত্ত্বেও তারা একাধিক মেয়েরসাখে flirting/time pass করাকে তাদের একটি বড় গুণ মনে করে।
৮.বাড়ির বাইরে যাওয়ার আগে আধ ঘন্টা ধরে আয়নায় দাড়িয়ে চুল ঠিক করে(জেল দিয়া চুল খাড়া খাড়া করে), শার্টের উপরের ৩-৪টা বোতাম খোলা রেখে নিজের মাঝে বখাটের স্টাইল আইনা ভাব মারে।
৯. ছেলেরা নিজেদের ভুল কিছুতেই স্বীকার করতে চায় না।
১০. ছেলেদের প্রকৃতির ডাকে সাড়া দিতে যখন তখন সবার সামনে রাস্তার যেখানে সেখানে বসে পড়ে।