
চুল যেন বাড়তেই চায় না, আজকাল এই অভিযোগ অনেকেরই! দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। দ্রুত লম্বা চুল পেতে চান ? তাহলে বেছে নিন ফলের গুণাগুণ।bangla health tips আপনার ডক্টরের পক্ষ থেকে শিখে নিন কলা ও কমলা দিয়ে খুব সহজ দুটি হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে দীঘল ও কালো।
চুলের জন্য উপকারী কলা
কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সাথে চুল করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুই দিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।
যা যা লাগবে-
– ২টি চটকে নেয়া কলা,
– ১টি ডিমের কুসুম,
– ১ চা চামচ পাতি লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন-
-তিনটি উপাদান ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
-এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন।
-একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
-এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কমলাও চুল লম্বা করবে –
কলার মত কমলার রসও চুল লম্বা করার প্যাক হিসাবে দারুণ উপকারী। কলা বা কমলার প্যাক থেকে যে কোন একটি বেছে নিন, ব্যবহারের করুন সপ্তাহে দু-দিন। চাইলে সপ্তাহে একদিন কলা ও একদিন কমলা ব্যবহার করতে পারেন।
যা যা লাগবে-
– কমলার রস ১ কাপ।
– টক দই ১ কাপ
যেভাবে ব্যবহার করবেন-
– উপাদান দুটি ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
– এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন।
– একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন।
– এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আশাকরি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন সুস্থ্য, সুন্দর এবং লম্বা চুল