...

টিটি টিকা নিতে হয় কেন?

প্রশ্নঃ টিটি টিকা কেন নেয়া হয়? মেয়েদের কেন টিটি টিকা নিতে হয়?

টিটি টিকা দেওয়ার ছবি

উত্তরঃ ধনুষ্টংকার (টিটেনাস) থেকে রক্ষ পাওয়ার জন্য টিটি টিকা নিতে হয়। আমাদের দেশে অনেক মহিলা অস্বাস্থ্যকর পরিবেশে সন্তান জন্ম দেন। ফলে মা ও শিশুর ধনুষ্টংকার হওয়ার ঝুঁকি থাকে। বাচ্চার নাড়ি কাটার সময় জীবাণুমুক্ত ব্লেড ও সুতা ব্যবহার না করলে ধনুষ্টংকারের জীবাণু শরীরে ঢুকে যায় এবং রোগে নবজাত শিশু মারা যায়। এসব কারণে সন্তান ধারণের উপযুক্ত বয়সী সব মহিলার এ টিকা নেয়া উচিৎ।

প্রশ্নঃ ছেলেদের কি টিটি টিকা নিতে হয়? নাকী শুধু মেয়েদের টিটি টিকা নিতে হয়?

উত্তরঃ সারাজীবনে মেয়েদের মত ছেলেদেরও ৫ বার টিটি টিকা নেয়া উচিৎ। যে-কোন ব্যক্তিরই যে-কোন মুহূর্তে কাটা ছেঁড়ার মাধ্যমে ধনুষ্টংকারের জীবাণু দেহে প্রবেশ করে ধনুষ্টংকার হতে পারে। যেহেতু আমাদের দেশে অনেক নবজাত শিশু ধনুষ্টংকার রোগে মারা যায়, তাই ১৫-৪৯ বছর বয়সী সব মেয়েদের টিটি টিকার দেয়ার জন্য সরকারী বেসরকারি কর্মসূচি রয়েছে।

প্রশ্নঃ কত দিন পর টিটি টিকা নিতে হয়? কতদিন পর্যন্ত মেয়াদ থাকে। কতবার নিতে হয়? আমার সারাজীবনে কত ডোজ টিটি ইনজেকশন নেয়া উচিৎ জানতে চাই?

Loading...
পড়ুন  প্রতিদিন ২টি পাকা কলা খাওয়ার উপকারিতা? জানলে অবাক হবেন…

উত্তরঃ সারাজীবনে ৫ বার টিটি টিকা নিতে হয়। এ টিকা যে-কোন সময়ে নেয়া যায়। তবে সরকারী কর্মসূচি অনুযায়ী ১৫ বছর বয়স থেকে টিকা দেয়া শুরু করতে হয় এবং নীচের সময়সূচি অনুযায়ী সারাজীবনে ৫ বার টিটি টিকা দিতে হয়। পুরা ডোজ শেষ করতে মোট ২ বছর ৭ মাস সময় লাগে।

মাত্রা কখন টিটি দিতে হবে

টিটি ১ম ডোজ ১৫ বছর পূর্ণ হবার পর অথবা গর্ভবতী হলে ৪র্থ মাস থেকে।
টিটি ২য় ডোস  টিটি ১ম ডোস দেয়ার ৪ সপ্তাহ পর।
টিটি ৩য় ডোস  টিটি ২য় ডোস দেয়ার ৬ মাস পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
টিটি ৪র্থ ডোস  দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
টিটি ৫ম ডোজ  টিটি ৪র্থ ডোস দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।

অন্যরা যা খুঁজছেঃ vaccination , vaccinations , রোটা ভাইরাস টিকা, নবজাতকের গোসল, anti vaccine , anti vaccination , anti vaccine movement , anti vaccine websites , anti vaccination movement , pro vaccine , pro vaccination , anti vaccination websites , anti vax , vax , anti vaccination groups , mccarthy jenny , টিকা, বিসিজি টিকা, নবজাতকের ওজন, নবজাতকের যত্ন; children vaccination , anti immunization , anti measles vaccine , anti vaccines , anti flu vaccine , anti vaccine groups , anti vaccine doctors , টিকা দিন, শিশু টিকা, prevention.com , vaccinating children , anti cough , parents against vaccines , pro vaccines , against vaccines , anti vaccinations , against vaccination , vaccine information;নবজাতক শিশুর টিকা,

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.