প্রতিদিনই আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের ফেসবুক ফ্যানপেজে অনেক ম্যাসেজ আসে। সব ম্যাসেজর উত্তর দেওয়া সম্ভব হয় না।তাই পাঠকদের কাছে প্রশ্নটির বিস্তারিত তুলে ধরা হয় (প্রশ্নকারীর নাম ও ঠিকানা গোপন রেখে)। আপনি ও আপনার সমস্যার কথা লিখতে পারেন অামদের ফেসবুক ফ্যানপেজে https://www.facebook.com/apoardoctor/ আজকের প্রশ্নঃ মেয়েরা কোন ধরনের উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হয়?
মেয়েরা কোন ধরনের উপহার পেলে সব চেয়ে বেশি খুশি হয়
বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া বিভিন্ন মতামতগুলো নিচে তুলে ধরা হলোঃ
অনেকেই লেখেছে গয়না স্বর্ন ইত্যাদি। আমি বলি উপহার যাই হোক না কেন তার মনের মানুষটা যদি তাকে নিজের রোজগারের টাকা দিয়ে কিনে দেয় তাহলে তারা খুব খুশি হয়।যাদের সত্যিকারের একটা মন আছে আমি তাদের কথা বলছি।যাদের নেই তাদের কোন অনূভুতিই নেই। আর যাদের অনূভুতি নেই তাদের মধ্যে খুশি অখুশি বলে কিছু নেই।
বান্ধবিকে দেখাতে পারবে তাই। কোন ছেলে মেয়েদের উপহার দিলে ওরা নিজেদের গর্ববোতী মনে করে। ওদের অহংকার ৫০ গুন বেড়ে যায়।
আমি একজন মেয়ে । আমি যেমন সবচেয়ে খুশি হই কেউ যখন আমাকে এক ডালা বেলিফুল সঙ্গে একটা সুন্দর বই উপহার দেয়। আমার মনেহয় এই উপহার সব মেয়েই পছন্দ করে ।
সবথেকে বেশী পছন্দের কথা যদি এক কথায় বলা হয়, তাহলে মনে হয় স্বর্ণের কোন বিকল্প নেই।
যে কোন ধরনের গহনা মেয়েরা উপহার হিসেবে পছন্দ করে।
শোপিচ বা পুতুল জাতীয় গিফট মেয়েরা বেশি পছন্দ করে। এছাড়া সাজগোজের জিনিস তো আছেই।
টেডি বিয়ার হল সবচেয়ে বেস্ট গিফট গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য