...

মিথ্যেবাদী চিনে নেওয়ার সহজ উপায় গুল জেনে নিন

মিথ্যেবাদী চিনে নেওয়ার সহজ উপায় গুল জেনে নিন

আপনার পাশের ব্যক্তিটি অনবরত মিথ্যেবাদী জালে ফাঁসিয়ে ফায়দা লুটে নিচ্ছে, অথচ আপনি কিছুই জানতে পারছেন না। মিথ্যের জ্বালে ফেঁসে গেছেন তত ক্ষণে, সত্যিটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। ঠকার আগে বরং বুঝে নিন কেউ কী ভাবে একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। একটু মন দিয়ে খেয়াল রাখুন সামনের ব্যক্তির বডি ল্যাঙগুয়েজ, মুখভঙ্গি। তাহলেই সহজে আর কেউ মিথ্যের জ্বালে ফাঁসাতে পারবে না।

 

মিথ্যাবাদী
মিথ্যেবাদী সাধারণত দুষ্টু টাইপ এর হইয়া থাকে

Loading...

মিথ্যেবাদী চিনে নেওয়ার সহজ কয়েকটা উপায়–
১) যারা মিথ্যে কথা বলে খুব সহজ প্রশ্নের উত্তরেও তারা অতিরিক্ত মাথা ঝাঁকায়। সরাসরি চোখের দিকে না তাকিয়ে খানিকটা বাঁকাভাবে প্রশ্নের উত্তর দেয়।
২) মিথ্যে কথা বলার সময় সাধারণত জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। হঠাত্ করেই বেড়ে যায় কাঁধ ঝাকানো। মিথ্যেবাদী এর কণ্ঠস্বর অগভীর হয়ে ওঠে। আসলে মিথ্যা বলার সময় নার্ভাস হয়ে যায় মিথ্যুক নিজেও। পরিবর্তন হয় তাদের শরীরের রক্ত সঞ্চালন ও হৃদস্পন্দনে। যার প্রভাব পরে তাদের বাহ্যিক অভিব্যক্তিতে।
৩) মিথ্যে বলার সময় সাধারণত মানুষ মনে মনে ভয় পায়, সব সময় মনে হয় এই বুঝি ধরা পরে গেল, ফলে অনেক ক্ষেত্রে বাহ্যিক ভাবেই অনেক বেশি অনমনীয় হয়ে যায়। সব সময় চেষ্টা করে কথাটা কোনও রকমে বলেই সেখান থেকে পালিয়ে যাওয়ার।
৪) নিজের মিথ্যেটাকে প্রতিষ্ঠিত করার জন্য একই কথা বারবার বলে। বলেই যায় ‘আমি এটা করিনি’।
৫) মিথ্যেবাদী  প্রয়োজনের তুলনায় যখনই কেউ কারোও সম্পর্কে অতিরিক্ত জানানোর চেষ্টা করে, তাতে কোনও না কোনও মিথ্যে লুকিয়ে থাকে।
৬) মিথ্যে বলার সময় কোনও ব্যক্তি সচরাচর তার ঠোঁটে হাত দেয়।
৭) মিথ্যে বলার সময় সাধারণত জিভ, ঠোঁট শুকিয়ে আসে। অনেক বার ঢোক গিলতে হয়। ঠোঁট শুকিয়ে যাওয়ার ফলে বার বার জিভ দিয়ে ঠোঁট চাটতে হয়।
৮) মিথ্যেবাদীরা আই কনট্যাক্ট (চোখে চোখ রাখা) এড়িয়ে চলে। তাদের চোখের পাতা ঘনঘন পড়ে।

ফেসবুক কমেন্ট

comments

About Deb Mondal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.