...

যেসব ক্রীম,শ্যাম্পু ব্যাবহারে সন্তান না হয়ার কারন হতে পারে

জেনে নিন কোন কোন প্রসাধনী সন্তান না হওয়ার পথে সমস্যা সৃষ্টি করতে পারে৷ শুধুই নিজের সাজগোজ নয়৷ ঘরের সজ্জাতেও ব্যবহৃত হয় এমন অনেক উপাদান যা নিঃশব্দে আপনার প্রজনন ক্ষমতার গলা টিপে মারে৷

সন্তান

যেসব ক্রীম,শ্যাম্পু ব্যাবহারে সন্তান না হয়ার কারন হতে পারে

ভাবছেন কীভাবে? না আপনার প্রসাধনী বা ঘর সাজানোর সামগ্রীর হাত-পা নেই ঠিকই, তবে এই সব উপাদানের বেশ কয়েকটিতে ব্যবহার করা হয় থ্যালেট৷ যা নিঃশ্বাসের মাধ্যমে আপনার শরীরে ঢুকে ক্রমেই বিকল করে দেয় সন্তান ধারণ ক্ষমতা ৷ তাই সাবধান হন৷

 

কোন কোন উপাদানে থ্যালেট থাকে? মূলত সুগন্ধীতে থ্যালেট ব্যবহার করা হয়৷ থ্যালেট গন্ধের স্থায়িত্ব বজায় রাখে৷ তাই সুগন্ধী প্রসাধনী ব্যবহারের আগে সতর্ক হন৷ বিশেষ করে স্প্রে পারফিউম, নেলপলিশ, শ্যাম্পু, সাবান, হেয়ার জেল…৷ তাই প্রসাধনী কেনার আগে উপাদানগুলোর বর্ণনায় দেখে নিন থ্যালেট আছে কিনা। এমনকি সনাতন ধর্মালম্বীরা প্রতিদিন সকাল-সন্ধ্যা ঠাকুরের সামনে যে ধূপ জ্বালেন তাতেও থ্যালেট ব্যবহৃত হয়৷ এক্ষেত্রে ধূপ জ্বালার সময় উচ্চ তাপমাত্রাতেও সুগন্ধী যাতে পুড়ে না যায় সেজন্য থ্যালেট ব্যবহার করা হয়৷

পড়ুন  কান ফোঁড়ানো নিয়ে বিশেষজ্ঞের কিছু পরামর্শ

বিবাহিত জীবনে সন্তান না হলে কী করণীয়? জেনে নিন

সুগন্ধীর স্থায়িত্ব বাড়ানো ছাড়াও পিভিসি প্লাস্টিককে নমনীয় করতে ব্যবহৃত হয় থ্যালেট৷ তাই প্লাস্টিকের ঘর সাজানোর উপকরণ যেমন পিভিসি দিয়ে তৈরি টেবিল ক্লথ, আলমারি-ফ্রিজ-ওয়াশিং মেশিন- অ্যাকোয়া গার্ডের ঢাকনা (নরম প্লাস্টিক দিয়ে তৈরি), এমনকী ওয়াটারপ্রুফ, বাচ্চার প্লাস্টিকের ওয়ালক্লথ ব্যবহারের আগে ভাল করে জেনে নিন৷ সম্ভব হলে এগুলো থেকে দূরে থাকুন।

কীভাবে আপনার সন্তানের আত্মবিশ্বাসের বলি দিচ্ছেন?

এই রাসায়নিক কী ক্ষতি করে?
পুরুষদের বন্ধ্যাত্বের পাশাপাশি মহিলাদের গর্ভপাত পর্যন্ত হতে পারে৷ তিনশ’ জন মহিলা যাঁরা নিয়মিত থ্যালেট মিশ্রিত প্রসাধন ব্যবহার করেন তাঁদের উপর সমীক্ষা করে দেখা গিয়েছে গর্ভাবস্থার ৫ অথবা ১৩ সপ্তাহের মাথায় গর্ভপাত হয়েছে৷ গবেষকরা মূত্র পরীক্ষা করে দেহে থ্যালেট টক্সিসিটি পরিমাপ করেন৷

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.