চুলে শ্যাম্পু করার কিছু টিপস।না দেখলে লস করবেন |
টিপস নাম্বার ১.
অনেকে আছে সব সময় একই শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু এটা ঠিক নয়। কারন এক এক শ্যাম্পু চুলের জন্য ভিন্ন ভিন্ন কাজ করে। তাই আপনারা দেড় থেকে দুই মাস পর পর শ্যাম্পুর ব্রান্ড বদল করতে পারেন।
টিপস নাম্বার ২.
আনেকে আছেন যারা গোসল করতে যাওয়ার আগেই মাথায় শ্যপ্মু মেখে যান কিন্তু তা ঠিক নয়। কারন সব চুলে সমান ভাবে শ্যপ্মু লাগে না। তাই প্রথমে চুল ভালো করে ভিজিয়ে নিন। তার পর মাথায় শ্যম্পু নিবেন।
টিপস নাম্বার ৩.
সবাই একটা বিষয় লক্ষ্য করবেন আমরা সাধারণত প্রতিবার একই স্থানে অর্থাত মাথার মাঝখানে শ্যাম্পু লাগাই। যাকে আমরা মাথার তালু বলে থাকি। এই স্থানটা খুব নরম থাকে। তাই বারবার এই স্থানে শ্যম্পু লাগানো ঠিক নয়। এখন থেকে মাথার অন্য স্থান থেকে শ্যাম্পু লাগানো শুরু করুন।
টিপস নাম্বার ৪.
সব সময় মনে রাখবেন কখন শক্তিপ্রয়োগে মাথায় ম্যাসেজ করা যাবে না। কারন মাথা ভেজানোর পরে চু্লের গোড়া নরম হয়ে যায়।আর তখন জোরে ম্যসেজ করলে চুল উঠে যেতে পারে। তাই হাতে শ্যম্পু নিয়ে ধীরে ধীরে ম্যাসেজ করুন।
টিপস নাম্বার ৫.
আর একটি কথা সব সময় মনে রাখবেন মনের ভূলেও কখন গরম পানি দিয়ে মাথা ধুবেন না্। কারন তাতে অনেক ক্ষতি হবে। তাই সব সময় উষ্ণতার পানি মাথায় দিবেন।
আপনার জন্য অরো কিছু পোষ্ট: