মানুষের সৈন্দর্যের একটি প্রতিক হচ্ছে তার মাথার চুল। আর সেই চুলে যদি খুশকি হয় তাহলে কেমন লাগে আপনি বলুন। ময়লা জমার করনে অনেক সময় খুশকি হয়। বিশেষ করে ঘামের কারনে মাথায় ময়লা জমে। তাছাড়া বাইরে গেলে ধুলা বালির কারনে মাথায় ময়লা জমে। আর তা থেকে হয় খুশকি এই খুশকি দুর করার জন্য আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরা হল।
চুল থেকে খুশকি ও ময়লা দূর সহজ ও কার্যকরী উপায় |
টিপস নাম্বার ১.
একটি পাত্রে লেবু ও আমলক্ষীর রস ভালো করে মিশান। এবং মাথায় তেল লাগানোর মত করে রাত্রে ঘুমানোর আগে মাথায় লাগিয়ে রাখুন আর সকালে উঠে ভাল করে শ্যম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আসাকরি ভালো ফল পাবেন।
টিপস নাম্বার ২.
লেবু ও আমলক্ষীর রস চুলের জন্য খুব উপকারি । কারো চুলের ডগা ফেটে গেলে এই লেবু ও আমলক্ষীর রসের সাথে মধুমিশিয়ে চুলে লাগান। তবে লেবুর রসের অর্ধেক পরিমান মধু নিবেন।
টিপস নাম্বার ৩.
কখন মাথয় ময়লা জমিয়ে রাখবেন না। প্রয়োজনে প্রতিদিন মাথায় শ্যম্পু করুন। আর মাঝে মাঝে ১ কাপ আপেল সিডার ভিগেনার আর ১ কাপ এর ৪ বাগ এর ১ ভাগ পানি মিশিয়ে মাথায় শ্যমাপু করার পর চুলে লাগান। আশা করি ভালো উপকান পাবেন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ
Loading...