চুল পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আর নয় দুচিন্তা ।একটু সতর্কতার সাথে নিচের টিপচস গুলো ব্যাবহার করলে আপনি পেতে পারেন সুস্থ সুন্দর ও মসৃন চুল।
চুলের যত্নে কয়েকটি ঘরোয়া টিপস অবশ্যই দেখবেন |
টিপস ০১
সপ্তাহে অন্তত ২ দিন মডার্ন শ্যাম্পু দিয়ে চুল পরিস্কার করুন।
টিপস ০২
শ্যাম্পু ব্যাবহারে একটি সতর্ক থাকুন শ্যাম্পু সরাসরি তালুতে ব্যাবহার না করে হালকা পানি দিয়ে মিশিয়ে মাথার সব যায়গায় আলত করে ঘসে লাগাতে হবে ১/২-২ মিনিট পর ধুয়ে ফেলতে হবেসর্বেোত্তম ফল পেতে ।
টিপস ০৩
গোসোল এর পর একটু অপেক্ষা করে শুকনো চুলে চিরুনি ব্যাবহার করবেন কারন ভেজা চুলে চিরুনি ব্যাবহার করলে চুলের গোড়া মজবুত থাকে না।
টিপস ০৪
চুলে জেল ,ক্রিম ,হিট দেওয়া থেকে বিরত থাকুন কারন অত্যন্ত ক্ষতিকর ।
টিপস ০৫
মেহেদী পাতা রসসহ বেটে মাথার সমস্ত চুলে ব্যাবহার করলে হেয়ার কোড বা হেয়ার কালার ব্যাবহার এর থেকে ভাল ফল পাওয়া যাবে।
টিপস ০৬
একটি চিরুনি একাধিক ব্যাক্তি ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে । কারন এ থেকে খুসকির মত সমস্যা ছড়িয়ে পড়তে পারে এবং সংক্রমিত হতে পারে ।
টিপস ০৭
চুল বাধার সময় সতর্ক থাকতে হবে যেন অধিক জোরে টান না লাগে। মাঝে মাঝে চুল বাধার ধরন পরিবর্তন করতে হবে।
টিপস ০৮
চুল আচড়াতে ফাঁকা ও ভাল মানের চিরুনি ব্যাবহার করতে হবে যেন চুলে অত্যাধিক টান না লাগে।
আপনাদের সুস্থ্যতাই আমাদের কাম্য।
আপনার জন্য অরো কিছু ভালো লাগারমত পোস্ট:
সুস্থ থাকতে প্রানায়ম পর্ব ১
সুস্থ্য, সুন্দর, দাগহীন ও মসৃণ ত্বকের জন্য কার্য করী ৪টি খাবার
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ