নতুন চুল গজাতে ঘরোয়া পদ্ধতি অসুসরণ |
*পেঁয়াজ ও রসুনের ব্যবহার:-
প্রথমত, পেঁয়াজে প্রচুর পরিমানে সালফার থাকে। আর চুল গজানোর জন্য এ উপাদানটি খুবই কার্যকারি। এই পেয়াজ বেটে তার রস বের করে রাখুন। গোসলের ১০-১২ মিনিট আগে এই রস ভালো করে মাথায় লাগান। গোসলের সময় ভালো করে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
দ্বীতিয়ত, এক্ই ভাবে রসুন বেটে তার থেকে রস বের করুন। তবে রসুনের রস নেওয়ার আগে অবশ্যই এর সাথে নারকেলের তেল মিশিয়ে একটু গরম করুন। তার পর একে ঠান্ডা করুন। অল্প গরম অবস্থায় মাথায় লাগিয়ে ভালো করে ম্যসেজ করুন। আশা করি ভালো ফল পাবেন।
*নারকেলের ব্যবহার:-
প্রথমত, নারকেলের দুধে প্রচুর পরিমানে প্রোটিন থাকে। যা চুল ফেটে যাওয়া রোধে সহায়তা করে।
দ্বীতিয়ত, নারকেলের তেলর আর একটি গুরুত্ব পূর্ন কাজ হচ্ছে চুল গোড়া থেকে মজবুত করে। যা পড়া রোধ করে।
*ডিমের ব্যবহার:
প্রথমত, ১ চামচ জলপই তেলের সাথে ১টি ডিমের সাদা অংশটাকে ভালো করে মিশিয়ে নিন তারপর সেটা মাথায় লাগান। পনের মিনিট পর ভালো করে মাথা ধুয়ে ফেলুন।
এছাড়াও আমলকী ও মেহেদি নতুন করে চুল গজাতে সাহায্য করে। এগুলো অনুসরন করলে আসা করি অবশ্যই ভালো ফল পাবেন।