চুল পড়া বন্ধ করুন ৫টি প্রাকৃতিক উপায়ে |
ম্যাসেজ :
মাথার ত্বক ম্যাসেজ করুন নিযমিত ভাবে এতে করে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে ফলে চূল পড়া কমবে।
প্রাকিৃতিক রসের ব্যাবহার :
তাজা আদা,পেঁয়াজ এর রস মালিশ করতে পারেন । এতে করে চুল পড়া কমবে।
চা পাতর ব্যাবহার :
দুই চা চামচ চা পাতি নিয়ে গরম পানিতে রেখে দিন । ঠান্ডা হলে এটি ছেঁকে মাথায় দিন । সপ্তাহে ২/৩ বার ব্যাবহার করুন ।
শ্যাম্পুর ব্যাবহার :
সপ্তাহে ২/৩ দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যাবহার করুন।
মেডিটেশন:
বর্তমানে চুল উঠার জন্য সবথেকে বেশি দায়ী টেনশন তাই মানসিক দূ:শ্চিন্তা কমাতে মেডিটেশন করুন।
আশাকরা যায় যে উপরের কোন পদ্ধতিই কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখাযাবেনা।সুস্থ থাকুন সুন্দর থাকুন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
চুলে সঠিকভাবে শ্যাম্পু করার কিছু নিয়ম কানুন
৫ মিনিটেই চুলগুলো সুন্দর ও সিল্কি করুণ খুব সহজে
Tag:hair fall,hair fall maintain,maintain harifall