...

চোখে অঞ্জনি?

চোখেচোখে অঞ্জনি?

 

চোখের পাপড়ি যেখান থেকে বের হয়, সেই রেখা ঘেঁষে যে লাল ছোট্ট দানা বা পুঁটুলি মাঝে মাঝে তৈরি হয়, তাকে চলতি কথায় অঞ্জনি বলে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে স্টাই বা হরডিওলাম। চোখের পানি তৈরি করে এমন একটি গ্রন্থি হলো মেবোমিয়ান গ্রন্থি।
এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ভেতরে ময়লা জমা হয় এবং প্রদাহ বা সংক্রমণ থেকে এই সমস্যার সৃষ্টি হয়।https://aponardoctor.com/archives/2964

কখনো অন্যান্য গ্রন্থিও আক্রান্ত হতে পারে। এই দানাটা লাল হয়ে ফুলে যায় ও ব্যথা করে। অঞ্জনির সঙ্গে চোখের পাপড়ির প্রদাহ থাকতে পারে।
সবাই খুব সাধারনভাবেই মেনে নেয় যে, মাথা থাকলে, মাথা ব্যথা হবেই।
ঠিক তেমনি চোখ আছে বলেই আমাদের চোখের সমস্যার কোন শেষ নেই। চোখের এমনই এক ছোট খাটো সমস্যা অঞ্জনি।

চোখের পাপড়ি যেখান থেকে বের হয়, সেই রেখা বরাবর লাল ছোট্ট দানার মতো যে জিনিসটা দেখা দেয় সেটিই অঞ্জনি নামে পরিচিত।
চিকিত্সাবিজ্ঞানের ভাষায় এর নাম স্টাই।https://aponardoctor.com/archives/2843

চোখের আর্দ্রতা রক্ষাকারী গ্রন্থির নাম মেবোমিয়ান গ্ল্যান্ড। এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ভেতরে ময়লা জমা হয় এবং প্রদাহ বা সংক্রমণ থেকে এই সমস্যার সৃষ্টি হয়। কখনো অন্যান্য গ্রন্থিও আক্রান্ত হতে পারে।

পড়ুন  উপকারী ফল কমলার গুণাগুণ

এই দানাটা লাল হয়ে ফুলে যায় ও ব্যথা করে। অঞ্জনির সঙ্গে চোখের পাপড়ির প্রদাহ থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অঞ্জনি এক সপ্তাহের মধ্যে সেরে যায় ও ভেতরের ময়লা বের হয়ে আসে।

তবে চোখে অঞ্জনি থাকাকালীন সময় যদি ভুলবশত হাত দিয়ে চোখ ঘষা হয়ে যায়, তো ব্যথা তীব্রতা অনেকাংশে বেড়ে যায়।

*এর চিকিৎসা খুবই সাধারন
*এক টুকরো তুলোর বল বা কাপড়ের বল গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত চারবার সেঁক দিতে হবে।
*প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক মলম লাগানো যেতে পারে।
* অঞ্জনির ক্ষেত্রে, বরিক পাউডারের সেঁক বেশ জনপ্রিয়। এটি জীবাণু দূর করতে সাহায্য করে।

বেশির ভাগ ক্ষেত্রে অঞ্জনি এক সপ্তাহের মধ্যে সেরে যায় ও ভেতরের ময়লা বের হয়ে আসে। চিকিৎসা খুবই সাধারণ।এক টুকরো তুলোর বল বা কাপড়ের বল গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত চারবার সেঁক দিতে হবে।https://aponardoctor.com/archives/2367

কখনো প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক মলম লাগানো যেতে পারে।

বরিক পাউডারের সেঁক বেশ জনপ্রিয়, এটি অনেক সময় জীবাণু দূর করতে সাহায্য করে।

অঞ্জনি অনেকের বারবার হয়, সে ক্ষেত্রে গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘদিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি ইত্যাদি আছে কি না দেখে নিতে হবে।
আমাদের সাথে থাকতে ভিজিট করুন এই সাইটে  https://aponardoctor.com/

পড়ুন  চর্ম রোগ প্রতিরোধ করার ৫টি সহজ উপায়

ফেসবুক কমেন্ট

comments

About Deb Mondal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.