শুষ্ক ত্বকের যত্ন |
** ত্বক পরিষ্কার রাখতে হবে সব সময়। যতবার মুখ ধোবেন ততবার মুখে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
** ত্বক লাব্ন্যময় রাখতে আপনাদের আর একটি ভালো উপায় আপনাদের সামনে তুলে ধরা হল। একটি ডিমের কুসুমের সাথে খানিকটা দুধের সর, একটু মুসুরের ডাল বাটা এবং এর সাথে একটু মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগান। সপ্তাহে তিন দিন এ প্যাক ব্যবহারে ত্বকের অতিরিক্ত শুষ্ক ভাব কমে যাবে।
** শুষ্কতা এড়াতে নিয়মিত ময়েশ্চারাইজার লাগাতে হবে। অবশ্যই রাতে কিছুটা হলকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
** ত্বকের লাবন্য ফিরিয়ে আনতে হারবাল ফেসিয়াল ছাড়াও বিভিন্ন বিউটি ফেসিয়াল করতে পারেন।
নিজের ত্বক সম্পর্কে সচেতন হন নিয়মিত এগুলো অনুসরন করুন এবং ত্বকে লাবন্য ময় করে তুলুন। আমাদের সাইটটিতে নিয়মিত চোখ রাখুন। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের মনে ধরবে।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
শীতকালে গেড়ালি ফাটা রোধের উপায়