চুল পড়া রোধ করুণ মাত্র ধরনের ওয়েল ম্যাসেজে |
চুল পড়া রোধে ৩টি টিপস
টিপস নাম্বার ১. একটি পাত্রে নারকেলের তেলের সাথে জলপাই মিসাবেন। তারপর সেটি হালকা গরম করে নিন এবং তাতে একটু পানি মিশিয়ে মাথায় ম্যসেজ করুন। এবং দুই ঘন্টা পর শ্যম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
টিপস নাম্বার ২. একই ভাবে তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে নিন। তারপর সেটি ঠান্ডা করে তার সাথে ভিটামিন-ই জাতিয় ক্যাপসুল গুড়ো করে ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে মাথায় ম্যাসেজ করুন এবং ২-৩ ঘন্টা পর শ্যাম্পু করে ফেলবেন।
টিপস নাম্বার ৩. দশ ফোটা পরিমান ল্যাভেন্ডার তেলর সাথে জলপাই তেল এবং তার সাথে ২টি ভিটামিন `E’ জাতিয় ক্যাপসুল মিশিয়ে তা চুলে লাগান আর ম্যাসেজ করুন। এবং দুই ঘন্টাপর শ্যম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
এ ৩টি টিপস এর যেকোন একটি টিপস অনুসরন করলে আশাকরি আপনারা উপকৃত হবেন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো
হস্তমৈথুন ছাড়ার কার্যকরী উপায়
পুরুষের যৌন ইচ্ছা কমিয়ে দেয় যে ধরনের ৫ খাদ্য