মেয়েদের স্তন সুন্দর করার নিয়ম |
সাধারনত ১৩/১৪ বছর থেকেই নরীর স্তনে পরিবর্তন দেখা যায়। সাধারনত মেয়েদের স্তন সমস্যা তিন ধরনের দেখা যায়।
(ক)অপুষ্ট স্তন।
(খ)ভারী স্তন।
(গ)ঝুলে পড়া স্তন।
সাধারনত এ ধরনের সমস্যায় সাধারন কিছু নিয়ম মেনে চললে তা থেকেই রেহাই মেলে।কয়েকটি টিপস:
০১:আপনার কোন ধরনের স্তন তা বুঝে ব্যায়ম করূন।
০২:স্তনের মাপ বুঝে ব্রা পরূন।
০৩:পর্যায় ক্রমে দিনে সাধারনত দুই বার পানির ধারা ফেলুন।
০৪:নিয়ম করে সাঁতার কাটুন।
০৫:মসলা ও চর্বি মুক্ত খাবার গ্রহন করূন।
০৬:স্তনের পেশিতে পর্যাপ্ত চাপ পড়ে এমন ব্যায়্যাম করূন নিয়ম করে।
০৭:সম্ভব হলে সামন্য যোগ ব্যায়্যাম করূন।
০৮:হালকা পোশাক পরে ঘূমান।
০৯:সদ্য সংগ্রীহিত গো দূগ্ধের সাথে সামান্য অলিভ অয়েল মিশিয়ে তা মালিশ করূন উপর থেকে নিচের দিকে। তাতে স্তনে রক্ত সঞ্চালন বাড়বে স্তন সুন্দর হবে।
এভাবে চর্চা করলে আপনি আপনার স্তনের সৌন্দর্য ধরে রাখতে পারবেন। সবাই ভাল থাকুন সুন্দর থাকুন এ আসাই রইল।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
সুস্থ্য সুন্দর চুল পেতে মেহেদী পাতার ব্যবহার
চুল পড়া রোধ করুণ মাত্র ধরনের ওয়েল ম্যাসেজে
পুরুষের বন্ধ্যাত্ব কমায় টমেটো
Tag:women breast,attractive breast,boobs,