ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ এর দিনে সবাই একটু সাজতে চান কিন্ত কিভাবে সাজবেন।আজকের আলোচনা হবে কিভাবে সাজবেন ঈদের দিনে। একটু সময় নিয়ে ঈদের দিনে বেরিয়ে পড়ুন বাইরে আর নিজেকে উপস্থাপন করুন অনন্য ভাবে।
![]() |
কেমন হবে ঈদের দিনের সাজ |
সকালের সাজ:
ঈদের দিনে সকালে একটু কাজের চাপ বেশি থাকে তাই একটু হালকা ধরনের পোশাক পরূন যেন স্বাভাবিক ভাবেই সব কাজ করতে পারেন। এ সময় হালকা লিপিষ্টিক ,ফেসপাউডার ও সাথে মানান করে একটি টিপও পরতে পারেন।
দূপুরের সাজ :
গরমের সময় ঈদে দূপুরে বাড়িতেই অবস্থান করূন কারন এতে করে ক্লান্তি কম হবে । এ সময় হালকা রংয়ের পোশাক পরূন।ঠোট লিপগ্লাসও চোখে আই লাইনার ব্যাবহার করতে পারেন।পোশাকের সাথে মিলিয়ে হালকা গহনা পরূন।
রাতের সাজ:
বাইরে গেলে শাড়ি পরূন কারন শাড়িতে বাঙালাী নারীকে খুব ভাল মানায়।মূখে গলায় কম্প্যাক্ট পাউডার ব্যাবহার করূন।ঠোটে লিপিষ্টিক ,চোখ আইলাইনার হাতে হাত ভর্তি চুড়ি পরতে পারেন। গলায় ও কানে হালকা গহনা পরতে পারেন।কুমকুম ব্যাবহার করে কপালে বড় টিপ দিতে পারেন।
এছাড়া মানান সই বডি স্প্রে ব্যাবহার করতে পারেন।
নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সাথে আমরা আসছি সাথেই থাকুন।ভাল থাকবেন সবাই ।ধন্যবাদ ।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
মাসিকেরে সময় তলপেটে ব্যাথার সমাধান
প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড় করার উপায়
গর্ভাবস্থায় ঘুমের সমস্যা
ঘরোয়া পদ্ধতিতে কীভাবে অল্প সময়ে চুল ঘন করবেন
Tag:Edi Shaj,Edi make up,how to make up for eid
মাসিকেরে সময় তলপেটে ব্যাথার সমাধান
প্রাকৃতিকভাবে ব্রেস্ট বড় করার উপায়
গর্ভাবস্থায় ঘুমের সমস্যা
ঘরোয়া পদ্ধতিতে কীভাবে অল্প সময়ে চুল ঘন করবেন
Tag:Edi Shaj,Edi make up,how to make up for eid
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ
Loading...