হার্টের রোগের ঔসধ হিসেবে নাসপতির ব্যবহার |
** হার্টের রোগীদের জন্য নাসপতি খুব উপকারি। মাঝে মাঝে দুই চার টুকরো নাসপতি খেলে হার্টের অসুখকে দূরে রাখা যায়।
** খুব দুর্বল ও ক্লন্তি মনে হলে দিনে দু বেলা কয়েক টুকরো নাসপতি খেলে সাত দিনের মধ্যে উপকার পাবেন।
** প্রতিদিন সকালে ও বিকেলে কয়েক টুকরো নাসপতি খেলে মূর্ছা রোগ ভালো হয়।
** যে বাচ্চারা দূর্বলতায় ভোগেন তাদের প্রতিদিন একটি করে নাসপতি খাওয়াতে পারলে, এক মাসের মধ্যে তাদের দূর্বলতাকেটে যবেঅ
**নাসপতি খেলে মেয়েদের অনেক মেয়েলি রোগ তাদের কাছেই অসতে পারে না।
** যাদের দাতের সমস্যা তারা নাসপতির রসের সাথে হালকা একটু ফিটকিরি মিসিয়ে রাতে শিশিরে রেখে দিতে হবে এবং সকালে খেতে হবে। এতে মাড়ির ক্ষয়পুরন ও দূর হবে।
** আমরা অনেকেই কোষ্টকাঠিন্য রোগে ভোগী। তারা প্রতিদিন বিকেলে কয়েক টুক্র নাসপতি খেলে আমরা কোষ্টকাঠিন্য রোগ থেকে দূরে থাকতে পারি।
উপরিক্ত টিপস গুলো থেকে আমরা বুজতে পারি যে নাসপতি শুধু মাত্র আমাদের হার্টের উপকার করে না। এটা আমাদের আর আনেক উপকারে আসে। আপনারা আমাদের সাথে থাকুন আর নতুন নতুন আপডেট দেখুন। আপনাদের সুখি সুন্দর জীবন আমাদের এক মাত্র কাম্য।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
সাঁতার কাটার উপকারিতা
ধনে পাতার গুরুত্ব
কেমন হবে ঈদের দিনের সাজ
মাসিকেরে সময় তলপেটে ব্যাথার সমাধান
Tag:heart fruit,fruit for heart,keep will heart use of fruit