...

মহিলাদের সাদাস্রাব কেন হয়?

 periods সাদা স্রাব বা লিকোরিয়া কি?

সাধারনত মহিলারা যে পথে বাচ্চা প্রসব করে সে পথে এক ধরনের সাদা আঠালো পদর্থ বের হয় তাকে সাদা স্রাব বা লিকোরিয়া বলে। এধরনের সমস্যা বিয়ের আগে বা পরে হয়ে থাকে । অনেকে এ সমস্যা গুলোকে গুরূত্ব না দিলেও শিক্ষিত নরী সমাজ এ ব্যাপারে অনেক সচেতন এবং এচিকিৎসা নিয়ে তারা সুস্থ ও হচ্ছে।

মহিলাদের সাদাস্রাব কেন হয়?
মহিলাদের সাদাস্রাব কেন হয়?

যে সমস্ত কারনে সাদা স্রাব হয়ে থাকে :
(০১)সাধারনত জরায়ু উন্মুক্ত অবস্থায় থাকে সে কারনে সেখানে অনেক ইনফেকসন হতে পারে।
(০২)পুরূষ সঙ্গীর সংশ্পর্শে ও এরকম সমস্যা হতে পারে।
(০৩)একধরনের জীবানু মোনালীয়া থেকেও এ ধরনের সমস্যা হতে পারে।
(০৪)জন্ম নিরোধক ঔষধ থেকেও এ সমস্যা হতে পারে।
(০৫) উ ৎপযুক্ত পরিস্কার পরিচ্ছন্নতার অভাবেও এরকম সমস্যা হতে পারে।

সাদ স্রাব রোধে পামর্শ:
(০১)বিবাহিত হলে দজনকে একই সাথে চিকিৎসা নিতে হবে।
(০২)এ ধরনের সমস্যায় সবথেকে বড় চিকিৎসা হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
(০৩)এ অবস্থায় কোন ভাবেই সহবাস করা যাবেনা।
(০৪) তবে যদি পিরিয়ডের মাঝে কোন প্রকার সাদা স্রাব হয় তবে ভয়ের কিছু নেই।
(০৫)পুষ্টিকর ও বলবর্ধক খাবার খবেন তাহলে ভাল হবে।

পড়ুন  পিরিয়ডের ব্যথা কমানোর কার্যকরী ঘরোয়া উপায় সমূহ...

সাথেই থাকুন ভাল থাকবেন সুস্থ থাকবেন।সকলের সুস্থতা কামনা করছি।
মোবাইল,পিসি ও ফ্রি নেট টিপস পেতে ভিজিট করুন টুডে টিউনস
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
যে শিশুদের ঘুম হয় না
রোগ ব্যধিতে পেপের উপকারিতা
ঈদে সাজুন মন ভরে
হার্টের রোগের ঔসধ হিসেবে নাসপতির ব্যবহার
Tag:menstrual,women menstrual,what is woman,menstrual,what is menstrual

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.