প্রতিনিয়ত ধুলাবালি আর রোদের সংস্পর্শে আসলে চুলে চলে আসে রুক্ষতা আর হয়ে পড়ে দুর্বল। চুলের সমস্যা যেমনি অনেক তেমনি এর থেকে পরিত্রাণের উপায়ও রয়েছে। আজ আমাদের সবার প্রিয় বিউটি হেয়ার এক্সপার্ট শাহ্নাজ শিমুল রহমান তার ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছেন, কীভাবে একটি সহজ অলরাউন্ডার হেয়ার প্যাক তৈরি করে আপনি ঝলমলে লম্বা চুলের অধিকারী হতে পারেন। আশা করি, এই সহজ অলরাউন্ডার হেয়ার প্যাক টিউটোরিয়ালটি আপনাদের চুলকে আরও স্বাস্থ্যউজ্জ্বল করে তুলতে সাহায্য করবে।
Loading...
লম্বা চুল পেতে ব্যবহার করুন কলা ও কমলার হেয়ার প্যাক
ভিডিওতে বিস্তারিত দেখুন:
Nice