...

বিস্ময়কর দু’মুখো গরু, পড়ুন বিস্তারিত !

দু’মুখো

দু’মুখো গরু

জন্ম থেকেই দুটো মুখ গরুটির। জেনেটিক বিভাজনে এভাবেই জন্ম হয় তার। কিন্তু স্বাস্থ্য চমৎকার অবস্থায় আছে।

 

একেবারে সুস্থ-সবল দু’মুখো গরু এটি। এমনই একটি গরু নিলামে বিক্রি হল অস্ট্রেলিয়ায়। উত্তর কুইন্সল্যান্ডের মারিবা অকশনে বিক্রি হওয়া গরুটি নাকি সরাসরি কসাইখানায় চলে যাবে।এ সপ্তাহেই অনুষ্ঠিত নিলামে ‘টু ফেসড’ নামের গরুটি ৫৩৭ অস্ট্রেলিয়ান ডলারে (২৭০ ইউরো) বিক্রি হয়। দু’মুখো হলেও অন্যান্য অবস্থা স্বাভাবিক। ক্রেতার মনে সন্দেহ থাকলেও বিক্রেতার দাবি, এটি পুরোপুরি সুস্থ্য।

Loading...

 

ফেসবুকে এই গরুর ছবি দিয়ে মারিবা সেলইয়ার্ড জানিয়েছে, এর দ্বিতীয় মুখে একটি চোখ ও একটি দাঁতও রয়েছে। দুটো মুখ ছাড়া আর সবই স্বাভাবিক। জন্মগত সমস্যা ছাড়া এদের আর কোনো সমস্যা নেই। কাজেই যে দৃষ্টিতে এদের দেখা হয়, তেমন সমস্যা এদের মধ্যে আসলে নেই।

ফেসবুক কমেন্ট

comments

পড়ুন  নারীর কুমারীত্ব পরীক্ষার জন্য তৈরী হলো ভার্জিনিটি টেষ্টার মেয়েদের মিথ্যা কুমারীত্ব দাবী আর নয়

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.