...

প্রেম করার জন্য যে কাজগুলো করবেন

প্রেমপ্রেম করার জন্যযে কাজগুলো করবেন

প্রেম এমন একটি বিষয়, যা সবার জীবনে একবারের জন্য হলেও আসে। তাই জেনে নিন প্রেম করার জন্য করণীয় বিষয়গুলোঃ
১.দৈহিক সৌন্দর্যের বিষয়ে সচেতন হোনঃ একজোড়া মানব-মানবী সর্বপ্রথম আকৃষ্ট হয় দৈহিক সৌন্দর্যে। দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরিত হয়। অতএব প্রেমে সাফল্য চাইলে কিংবা বর্তমান প্রেম কে ধরে রাখতে চাইলে চেহারা সুরতের দিকে একটু নজর দেয়া লাগবে।
২.পোশাকে বৈচিত্র বজায় রাখুনঃ প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু করচ করাই লাগবে। এখানে শর্টকাট কোনো রাস্তা নেই। কম দামে ফুটপাত থেকে কাপড় কিনে প্রেমিকার চোখ ধাঁধাঁ লাগাবেন? সে আশা বৃথা। আপনি কোনদিন কোন শার্ট টি পরেছেন বা কোন রং এর শার্ট পরেছেন এটা আপনার চেয়ে আপনার প্রেমিকা ভালো বলতে পারবে। আসলে পোশাক আশাক দ্বারা একজন পুরুষের রোমান্টিকতা প্রকাশ পাই যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে।

৩.গোপনীয়তা বজায় রাখুনঃ আপনাদের সম্পর্কের কথা গোপন রাখুন। এতে আপনাদেরই মঙ্গল হবে।

৪.দুই নৌকায় পা দিবেন নাঃ প্রেম প্রেম খেলা করার মানসিকতা অনেক তরুণ-তরুণীর থাকে। এছাড়া অনেকে একাধিক সঙ্গীর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। ফলে এদের মধ্যে প্রকৃত ভালোবাসার সুখ খুব কম থাকে। একধিক প্রেম চালিয়ে যাওয়াকে অনেক ছেলে-মেয়ে খুব বাহাদুরী কাজ বলে মনে করে থাকে। কিন্তু তাদের মনে রাখা উচিত আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ সত্য বেশিদিন গোপন থাকেনা।

পড়ুন  স্বামী কে বশে আনার উপায় (শুধু মাত্র আপুদের জন্য। ভাইয়া দের প্রবেশ নিষেধ)

৫.প্রশংসা করুনঃ মানুষের মন আর্কষণ করার জন্য তা প্রশংসা করার গুরুত্ব আপরিসীম। এর মাধ্যমে মৌমাছির মতো আপনার চারপাশের মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

7 comments

  1. Thank you

  2. আমার চেহারায় তিল আছে অনেক | আমি সেগুলো দূর অর্থাৎ মুছে ফেলতে চাই | কোন উপায় বলবেন Please

  3. যদি প্রতিদিন লেবুর রস ব্যবহার করি তাহলে কী মুছে যাবে | এবং লেবুর রস মুখে মেখে কতখন পর ধুতে হবে |

    • Aponar Doctor

      বেশিক্ষণ রাখবেন না।১০-১৫ মিনিট রেখে ধুঁয়ে ফেুলন

  4. Amr mukhe kisu bron asa eigulo kmne dur korte pari please kisu opay bolen.but amr mukher bron isthayi na 3-5 din thake.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.