...

যৌন উত্তেজনাকালে লিঙ্গ দিয়ে যে পিচ্ছিল রস বের হবার কথা সেটা আমার বের হয়না, আমি কি করব?

পিচ্ছিল রসলিঙ্গ দিয়ে পিচ্ছিল রস বের না হওয়া

জনপ্রিয় অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টাল আপনার ডক্টরের এই পোষ্টটি করা আপনাদের অনুরোধে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিয় পাঠক তিনি আপনার ডক্টরের মেইলে মেইল করে প্রশ্ন করেছেন যে, যৌন উত্তেজনাকালে লিঙ্গ দিয়ে যে পিচ্ছিল রস বের হবার কথা সেটা আমার বের হয়না, আমি কি করব? জনপ্রিয় অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টাল আপনার ডক্টর সেই প্রশ্নের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। চলুন বিস্তারিত জানা যাক।
আপনার ডক্টর পাঠক প্রশ্নের উত্তর :চিন্তা করবেন না। অনেক পুরুষেরই যৌন উত্তেজনার সময় লিঙ্গ দিয়ে পিচ্ছিল রস বের হয়না বা পিচ্ছিল রস এত স্বল্প পরিমাণে বের হয় যে সেই পিচ্ছিল রসের অস্তিত্ব আলাদা করে বোঝা যায়না। এতে খুব একটা অসুবিধা হবার কথা নয়, কারণ ওই পিচ্ছিল রসের কাজ মূলত হস্তমৈথুন বা যৌনসঙ্গমের সময় লুব্রিকেন্ট হিসেবে কাজ করে লিঙ্গের সাথে হাতের বা যোনির ঘর্ষন বল কমানো, যাতে লিঙ্গে আঘাত না লাগে। প্রসঙ্গত ওই পিচ্ছিল রসের নাম প্রি-ইজাকুলেট। যাইহোক, যেহেতু আপনার প্রি-ইজাকুলেট বের হয়না, তাই আপনি হস্তমৈথুন এবং যৌনসঙ্গমের সময় কোন লুব্রিকেটিং জেল ব্যবহার করতে পারেন। যেকোন ওষুধের দোকানে গিযয়ে খোঁজ করলেই পেয়ে যাবে লুব্রিকেটিং জেল। ডিউরেক্স সহ সমস্ত নামী কন্ডম কোম্পানীগুলো এই ধরনের জেল তৈরি করে। সস্তায় কাজ সারতে হলে হস্তমৈথুনের সময় নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যেটা পিচ্ছিল রস হিসেবে বেশ কার্যকরী। তবে কন্ডোম ব্যবহার করে সঙ্গমের সময় তেল ব্যবহার অনুচিৎ।

পড়ুন  Ami Akhon ke korbo Apu?

জেনে নিন কনডম ব্যবহারে কি কি সুবিধা?

 

আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

অন্যরা যা খুঁজছেন: কামরস কি?,কামরস কেন বের হয়, মেয়েদের কামরস, নারীদের কামরস, মহিরাদের কামরস, কামরসের রং, কামরস, পিচ্ছিলরস, লিঙ্গের রস, ধোনের রস, ধোনের কামরস, বাড়ার কামরস, লুব্রিকেন্ট, লিঙ্গের রস, যোনির রস, পিচ্ছিল পদার্থ, পিচ্ছিল হওয়ার কারণ, লিঙ্গ পিচ্ছিল হয় কেন, সেক্সের সময় পিচ্ছিল হয় তকেন, সহবাসে লিঙ্গ পিচ্ছিল, পিচ্ছিল যোনি, পিচ্ছিল লিঙ্গ, পিচ্ছিল বাড়া, পিচ্ছিল ধোন, pissil, pessil, pissil lingo, pissil linggo, linggo pissil, linggo pissil, kamrosh, pissil joni, pissil seta, kamrosh ber hoy kano, kamrosh ber hoy kano, kamrosh ke, kamrosh ki, kamrosh ber hy na kano, kamrosh ber hola ki hoy, kamrosh dia ke hoy

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.