![]() |
চুলের কিছু ভেষজ যত্ন |
টিপস নাম্বার ১: এক মগ চায়ের লিকার ও ১ টি লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন।ভালোকরে সংরক্ষণ করুন।চুলে শ্যাম্পু করারপর এই মিশ্রণ মাখান।চুল উজ্জ্বল ফুরফুরে করতে এটি বেশ কার্যকরী।
টিপস নাম্বার ২: চুল নারম ও মসৃণ করার জন্য এক মগ পানিতে ১ টেবিল চামচ সমান খাটি মধু মিশিয়ে চুলে ব্যবহার করুন।
টিপস নাম্বার ৩: শীতকালে গাঁদা ফুলের প্রাচুর্যতা দেখা দেয়। চুলের জন্য এই গাঁদা ফুলের উপকার অনেক।৩ কাপ সম পরিমাণ গরম পানিতে গাঁদা ফুল ভিজিয়ে রাখুন কমপক্ষে ১ ঘন্টা। এরপর ঠান্ডা হলে চুলে ব্যবহার করুন দেখবেন খুশকি থাকবে না। তাছাড়া মাথার ত্বকে থাকা চুলকানি বা ব্যাকটেরিয়া জাতীয় কিছু থাকলে দূর হবে।
টিপস নাম্বার ৪: হাফ কাফ গোলাপ জল, এক মগ সমপরিমাণ পানির সাথে মিশান।শ্যাম্পু করারপর ব্যবহার করুন।দেখবেন মাথার ঘামে হওয়া দুর্গন্ধ দূর হবে এবং মাথা ঠান্ড হবে।
আশাকরি আপনার ডক্টর আপদের দৈনন্দিক জীবনকে সুস্থ ও সুন্দর রাখার জন্য সুস্থ সুন্দর টিপস নিয়ে হাজির হবে।তাই নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর।দরকার হলে সাইটি আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।
আপনার জন্য আরো কিছু পোষ্ট:
কীভাবে বুঝবেন ঋতুস্রাব স্বভাবিক হচ্ছে কিনা?
কীভাবে বুকের দুধ চেপে রাখবেন?
চুলের আগা ফাটা প্রতিরোধ করবেন যে পাঁচটি উপায়ে
পুরুষের অতি প্রয়োজনীয় ৯ খাবার না জানলে নয়
Tags: hair tips, Healthy hair tips, how to make healthy hair, silky hair, how to make silky hair, natural tips for hair, natural hair tips