...

একটি কুইজের মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে

প্রেম

কুইজের মাধ্যমে প্রেম নির্ণয়

কারো হৃদয়ে প্রেম একটু বেশি, কারো হৃদয়ে আবার একটু কম। আর এই কম বেশির কারণে আমরা এক এক জনকে এক এক বিশেষণে ডাকি।
এখন পাঠক আপনারা নিজের প্রসঙ্গে কেমন? অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বুঝে উঠতে পারেন না যে, সে যে ছেলে বা মেয়েটির সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে সম্পর্কটা আসলে কতোটা স্বাস্থ্যকর। তার প্রেমিক বা প্রেমিকা ভবিষ্যতে তার চাহিদা বা আশা আকাংখার কতোখানি পূরণ করতে পারবে। আপানি যদি হয়ে থাকেন তাদেরই একজন তাহলে এখনই মাত্র ১১টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার হৃদয়ে কতটুকু প্রেম আছে:

 

১। আপনার সঙ্গী কি তার সাথে ঘটে যাওয়া যেকোনো অঘটন ঘটার জন্য আপনার ওপর দোষ চাপিয়ে দেয়?
ক। কখনই না
খ। কখনও কখনও
গ। হ্যাঁ
২। আপনি কি আপনার সঙ্গীর মতামতকে বেশী প্রাধান্য দেন?
ক। আমি আমার নিজের মতামতকে সর্বাধিক প্রাধান্য দেই
খ। কখনও কখনও, আমি নিজেকে সন্দেহ করি এবং তার মতামতের উপর নির্ভর করি
গ। সবসময় তার মতামতের উপর নির্ভর করি
৩। আপনি শান্তি বজায় রাখার জন্য তার সঙ্গে একমত হয়ে থাকেন?
ক। খুব কমই বা কখনোই না
খ। কখনও কখনও
গ। সব সময়
৪। আপনি কি আপানার সম্পর্ককে সমান এবং মূল্যবান মনে করেন?
ক। হ্যাঁ, সমান এবং মূল্যবান
খ। কখনও কখনও মূল্যবান মনে করি
গ। শুধু সমানই না মূল্যবানও
৫। সম্পর্ককে প্রভাবিত করতে পারেন জেনে আপনি কি তার কাছ থেকে কোন কথা গোপন করেন?
ক। আমাদের খুব কমই গোপনীয়তা আছে। কোনো কিছুই আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না।
খ। কখনও কখনও
গ। হ্যাঁ, প্রায়ই

Loading...
পড়ুন  রাশিফল : আজ ২৬/০৩/২০১৬ তারিখ, অপনার জন্য শুভ না অশুভ

৬। আপনারা কি প্রায়ই অতীতের ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলেন?
ক। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাঝে উপস্থিত হয়
খ। কখনও কখনও, আসে কিন্তু আমরা তা সমাধান করে নেই
গ। প্রায়ই অতীত সামনে আসে এবং একে অপরকে দোষারোপ করি
৭। আপনার সঙ্গীর প্রতিশ্রুতিকে বিশ্বাস করেন?
ক। সে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকে
খ। কখনও কখনও
গ। সে কখনই প্রতিশ্রুতির কথা মনে থাকে না
৮। আপানি কি মনে করেন, আপনার সঙ্গী যা বলে সততার সাথে বলে অথবা আপনাকে খুশি করার জন্য ধান্দাবাজি হতে পারে?
ক। সে সৎ
খ ।কখনো কখনো সৎ
গ। ধান্দাবাজি হতে পারে
৯। আপনি কি মনে করেন, আপনার সঙ্গী সব কিছুর জন্য নির্ভরযোগ্য?
ক। বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরযোগ্য
খ। মাঝে মাঝে নির্ভরযোগ্য
গ। বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়।
১০। আপনিকি আবেগগতভাবে আপনার সঙ্গীর উপর অতিমাত্রায় নির্ভরশীল?
ক। না
খ। কখনও কখনও
গ। মাঝে মাজে আমি বোধ করি তাকে ছাড়া আমি কিছুই না।
১১। আবেগগতভাবে আপনার সঙ্গী কি আপানার উপর অতিমাত্রায় নির্ভরশীল?
ক। না
খ। কখনও কখনও
গ। আমাকে ছাড়া সে কোথাও মানিয়ে নিতে সক্ষম হবে না
স্কোর: প্রত্যেক ‘ক’এর জন্য নিজেকে ১০ দিন, ‘খ’ এর জন্য ৫ এবং ‘গ’ এর জন্য ০।
রায়: আপনার স্কোর যত বেশি আপনার সম্পর্ক তত বেশি স্বাস্থ্যসম্মত আপনার সম্পর্ক। আপনার স্কোর যদি ২০ এর নীচে থাকে, তাহলে আপার এই ব্যাক্তির সাথে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখতে পারেন।

পড়ুন  নখ যখন ক্যানভাস তখন মনের মত তাকে আঁকাই

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

অন্যরা যা খুঁজছেন: প্রেম ভালোবাসা, প্রেম করা, প্রেমের ঘাটতি, প্রেমের আভাস, প্রেমের লক্ষণ, প্রেমের স্মৃতি, প্রেমের কারণ, প্রেম করার টিপস, প্রেম  করার উপায়, প্রেম করার বয়স, প্রেম করার পরামর্শ, প্রেম করার পরিকল্পনা, প্রেম love, love tips, prem, prem korer tips, prm korer upy,valobasha, valobasher tips, somporko korer upay, love tips, love way. love solution, love trick

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.