![]() |
যৌন জীবন মধুর করার উপায় |
আপনার ডক্টর bangla health tips আপনাদের প্রতিনিয়ত জানা অজানা বিভিন্ন তথ্য দিয়ে থাকে। তেমনি আজও এমন একটি আর্টিকেল নিয়ে এসছে যা অাপনার যা যৌন জীবন মধুর করার উপায় সম্পর্কে সাজানো হয়েছে।চলনি আমার মূল পোষ্টে চলে যাই।
দাম্পত্য’র মধুরতা sex বা যৌন মিলনে৷ পার্টনারের সঙ্গে যৌন মিলনের আনন্দ পেতে তাঁকে ঘরের কাজে আপনাকে সাহায্য করার কথা বলুন৷ কারণ সম্প্রতি একটা সমীক্ষাতে প্রমানিত হয়েছে যে সব দম্পতিরা ঘরের কাজে অতিরিক্ত সময় ব্যয় করেন তারা সহবাসের সময়ে অধিক পরিমাণে স্বচ্ছন্দ বোধ করেন৷
আমেরিকার মন্টক্লেয়ার ইউনিভার্সিটিতে এই নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল৷ ঐ সমীক্ষাতে ৬৮৭৭ জন দম্পতি অংশ নিয়েছিলেন৷ তারা সকলেই রান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘরের যাবতীয় কাজ করেন৷
তারা সকলেই দৈহিক মিলনের ক্ষেত্রে অধিক সক্ষম বলে প্রমানিত হয়েছে৷ বয়সের ভার তাদের যৌন সম্পর্কে কোন প্রভাবে ফেলে নি৷
আপনার যৌন জীবনে পরিপূর্ণতা আনতে নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর সাইটটি।ধন্যবাদ
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম