...

ফেইস মিস্ট তৈরী করুন ঘরে বসেই

মিস্ট

ফেইস মিস্ট তৈরী করুন ঘরে বসেই

চটজলদি মুখে ফ্রেশনেস আনতে ফেস মিস্টের জুড়ি নেই। ঘামে ভেজা, তেলতেলে ভাব, মেক আপের লেপ্টে যাওয়া আরো নানান রকমের সমস্যার সমধান করতে পারে এই একটি প্রোডাক্ট। আর তাই আজকাল ফেস মিস্টের সমাদর বেড়েই চলেছে। অনেকেই রূপ প্রসাধনীর জরুরী তালিকায় জায়গা করে নিয়েছে ফেস মিস্ট। তবে চাইলেই সবার পার্সে ২০০০-৩০০০ টাকার ১০০ মিলির একটা ফেস মিস্ট জায়গা দখল করতে পারে না। সে জন্য যাদের মন খারাপ বা আফসোস ছিল তাদেরকে বলছি ৫০ টাকারও কম মূল্যে আপনারও হতে পারে একটি ফেস মিস্ট; আর যার সত্ত্বাধিকারীও আপনি। কী! হল তো এক ঢিলে দুই পাখি মারার মত ফায়দা? আসুন জেনে নেই কী করে তৈরি করবেন।

 

১/ ফ্রেশনেস ফেস মিস্টঃ
উপকরণ,দরদাম ও প্রাপ্তিস্থানঃ
• স্প্রে বোতল (গাউসিয়ার কসমেটিক্স শপ গুলোতে পাবেন, ১০০মিলি স্প্রে বোতলের দাম পড়বে ২০-২৫ টাকা। আর মোস্তফা মার্টে পাবেন আরো ছোট সাইজের ২৫-৩০ মিলি ঐ বোতলের দাম পড়বে ৭৫-৮০ টাকা)
• গোলাপের পাঁপড়ি (আপনার ধারে কাছে যে কোন ফুলের দোকানে বা চলে যেতে পারেন শাহবাগে, মধ্যম আকৃতির একটি ফুল ১৫-২০ টাকা অথবা নিজেই টবে লাগাতে পারেন গোলাপের চারা)
• পুদিনা পাতা (এক্ষেত্রেও বাজার থেকে কিনে আনতে পারেন বা নিজের বাগান থেকেও নিতে পারেন)

পড়ুন  নখ রাঙানো বিষয়ে যত কথা

 

• টি ট্রী অয়েল বা যে কোন এসেনশিয়াল অয়েল (বড় কসমেটিক্সের দোকানে বা অনলাইনে পাবেন) ;এ উপাদানটি অপশনাল, না হলেও চলবে

• আপনার পছন্দের টোনার
• বিশুদ্ধ পানি
পদ্ধতিঃ
• প্রথমেই স্প্রে বোতল টিকে ধুয়ে শুকিয়ে নিন।
• এবার গোলাপের পাঁপড়ি ও পুদিনা পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিন।
• তারপর পাত্রে পানি গরম হতে দিন, ফুটে ঊঠলে নামিয়ে নিন।
• এরপর ফুটন্ত পানিতে (৮০মিলির মত) গোলাপের পাঁপড়িগুলো (২ টা মধ্যম আকৃতির গোলাপ) ও পুদিনা পাতা (১০-১৫ টা) ছেড়ে দিন এবং পাত্রটিকে ঢেকে দিন। পাত্রটি কাঁচের হলে ভালো হয়।
• পানি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে শুধু পানি আলাদা করে নিন।
• এবার এটাতে ৩-৪ ফোঁটা টি ট্রী ওয়েল (যদি ব্রণ থাকে বা সেন্সেটিভ ত্বক হয়) বা অন্য যে কোন সুগন্ধী এসেন্সিয়াল অয়েল দিন; না দিলেও হবে। তবে দিলে মিস্টের লাইফটাইম বাড়বে।
• সব শেষে আপনার টোনারের বোতল থেকে ২০ মিলি টোনার মেশান এবং মিশ্রণটি নেড়ে মিশিয়ে স্প্রে বোতলে সংরক্ষণ করুন। যদি আপনার কাছে টোনারও না থাকে তবে ১০০ মিলি ফুটন্ত পানি নিলেও হবে।
হয়ে গেল ঘরে তৈরি চমৎকার ফেস মিস্ট, এটি আপনাকে ঠিক সেই ভাবে ফ্রেশনেস দেবে যেমনটা পেয়ে থাকেন দোকানের কেনা মিস্টে।
রেফ্রিজারেটরে সংরক্ষণ করলে ৭ দিন ব্যবহার করা যাবে আর এসেনশিয়াল ব্যবহার করলে রুমের তাপমাত্রাতেও ৭ দিন বা তার বেশি সময়ও ভালো থাকতে পারে। সারাদিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর ধুয়ে ফেলার দরকার নেই, চাইলে টিস্যু পেপারে মুছে নিতে পারেন।

পড়ুন  বাঙ্গির চমৎকার কিছু ব্যবহার ত্বক ও চুলের যত্নে

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
লিখেছেনঃ রোজা স্বর্ণা

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.