...

ফরজ গোসল করার সঠিক সম্পর্কে পদ্ধতি জেনে নিন

ফরজ গোসল

ফরজ গোসল করার সঠিক পদ্ধতি

ফরজ গোসল করার সঠিক পদ্ধতি বা নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই/বোনের সালাত সহ নানা আমল কবুল হয় না। আর সেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার।
কি কি কারণে গোসল ফরজ হয়ঃ
প্রথমত: স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
দ্বিতীয়ত: নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
তৃতীয়ত: মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
চতুর্থ: ইসলাম গ্রহন করলে(নব-মুসলিম হলে)।

 

ফরজ গোসল এর ফরজ সমূহ হলো-

Loading...

গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটির কোনো একটি বাদ পরলে ফরজ গোসল obligatory bath আদায় হবে না। তাই ফরজ গোসল করার সময় এই তিনটি কাজ খুব সর্তকতার সাথে আদায় করা উচিত।
১. গড়গড়া কুলি করা।
২. নাকে পানি দেওয়া।
৩. এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা।
ফরজ গোসল এর সঠিক নিয়মঃ
১. গোসলের জন্য মনে মনে নিয়্যাত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়্যাত করা বিদ’আত।
২. প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ৩ বার ধুতে হবে।
৩. এরপর ডানহাতে পানি নিয়ে বামহাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও
ধুতে হবে।
৪. এবার বামহাতকে ভালো করে ধুইয়ে পেলতে হবে।
৫. এবার ওজুর নিয়মের মত করে ওজু করতে হবে তবে দুই পা ধুয়া যাবে না।
৬. ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।
৭. এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে ৩ বার ডানে তারপরে ৩ বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।
৮. সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা ৩ বার ভালোভাবে ধুতে হবে।
অবশ্যই মনে রাখতে হবেঃ
১. পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
২. এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে।
(আল্লাহ আমাদের সঠিকভাবে কুর’আন ও সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক দিক এবং পূর্বের না জেনে করা ভুল ক্ষমা করুক। আমিন।)

পড়ুন  মেয়েদের খৎনা বা মুসলমানি দেওয়া হয় কোন কোন দেশে জেনে নিন

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

অন্যরা যা খুঁজছেন: ফরজ গোসল করার পদ্ধতি, ফরজ গোসলের নিয়ম, ফরজ গোসল করার ভিডিও, গোসল ফরজ হয় কীভাবে, ফরজ গোসলের চিত্র, ফরজ গোসল টিপস,গোসলের ভিডিও, গোসলের পদ্ধ, সঠিক গোসল করার নিয়ম,গোসল ফরজ করার উপায়, ফরজ গোসল হয় কেন, গোসলম ফরজ গোসলের নিয়ম কানুন, ইসলামিক গোসল, গোসলের নিয়ম কানুন, পবিত্র গোসল, গোসলের নিয়ম

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.