...

লিঙ্গের আগা মোটা গোড়া চিকন সমস্যাসহ আরো কিছু প্রশ্নের উত্তর

লিঙ্গের

লিঙ্গের আগা মোটা গোড়া চিকন সমস্যা

অনেকে এই সমস্যা গুলো নিয়ে প্রশ্ন করে থাকেন মেইল বক্সে। সমাধান দেবার চেষ্টা করলাম। লজ্জা করে পোস্ট টা এরিয়ে গেলেই মিস। এই বিষয়ে আজকের লিখাই শেষ লিখা!
#. প্রশ্নঃ লিঙ্গের আগা মোটা গোড়া চিকন, কি করি?
উত্তরঃ এটা কোন রোগ না। এটার লিঙ্গের স্বাভাবিক গঠন…সো নো টেনশন।

 

একটি মানুষের লিঙ্গের আকার তার স্বাস্থ্য, বংশগতি, জাতি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। এটা নিয়ে অধিক চিন্তা করারও কোন দরকার নেই। যৌন মিলনে লিঙ্গের মোটা বা চিকন কোন প্রভাব ফেলে না।
#. প্রশ্নঃ হস্তমৈথুনের কারনে কি কোনসমস্যা হয় ?
উত্তরঃ হস্তমৈথুন একটি স্বাভাবিক ক্রিয়া। জীবনের কোন না কোন সময় অনেকেই তা করে রাখে। বর্তমান বিজ্ঞানিরা হস্তমৈথুনে সমস্যা নেই বললেও এর অনেক ক্ষতিকারক নজীর রয়েছে। এর বিশেষ ক্ষতিকারক দিক মানসিক ভাবে হয়। এবং তা ধিরে ধিরে। সিগারেট খেলেই যেমন ক্যান্সার হয়ে মারা যায় না, ঠিক তেমন। তাই মনে রাখতে হবে, অতিরিক্ত কোন কিছু ভালনা। আর সাথে এটাও মনে রাখতে হবে, ইসলামে হস্তমৈথুন সম্পূর্ণ হারাম।
#. প্রশ্নঃ স্বপ্নদোষ হছে, কি করবো ?
উত্তরঃ “স্বপ্নদোষ” এই নামটাই ভুল।স্বপ্নে তো কোন দোষ হচ্ছে না,তাহলে আমরা কেন এটাকে স্বপ্নদোষ বলছি ? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।মেয়েদের মাসিক যেমন স্বাভাবিক, ছেলেদের স্বপ্নদোষ তেমন স্বাভাবিক। মাসে ১৫ বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

পড়ুন  আপু আমার স্ত্রীর বাচ্চা হওয়ার পর তার কোন সেক্স নেই কি করলে সেক্স ফিরে আসবে?

 

স্বপ্নদোষ শরীরের পক্ষে ভালো ও মন্দ দিকসমূহ
#. প্রশ্নঃ লিঙ্গ বড় করার কোন মালিশ, ওষুধ, ক্রিম, মেশিন কি আছে?
উত্তর: নাই … নাই…নাই , বাজারে যত মালিশ, ওষুধ, ক্রিম, মেশিন আছে সব ভুয়া। এরসাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই।

Loading...

 

লিঙ্গের আকার কি পরিবর্তন করা যায় ?
#. প্রশ্নঃ যৌন শক্তি বাড়াবো কিভাবে?
উত্তরঃ ভালো খাবার দাবার থেকেই মানুষ যৌন শক্তি পেয়ে থাকে। এবং গবেষকরা দেখেছেন দুধ ও ডিম এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এ ছাড়াও পেঁয়াজ, রসুন, আদা, মধু, খাজুর ইত্যাদি ভালো কাজ করে।
#. প্রশ্নঃ গার্লফ্রেন্ডের হাত ধরলে কিংবা বেশী আবেগি হয়ে গেলে, কিংবা ফোনালাপ হলে লিঙ্গ দিয়ে পাতলা তরল পদার্থ বের হয়। কেন?
উত্তরঃ যদি এমনি হয়, তাহলে ভাববেন আপনি সুস্থই আছেন। কেননা এটা স্বাভাবিক একটা ব্যাপার। ভয় পাবার কিছু নাই।
#. প্রশ্নঃ আমার বীর্য পাতলা ,আমি কি বাবা হতে পারবো?
উত্তরঃ বীর্য পাতলার সাথে বাবা হওয়ার কোন সম্পর্ক নাই। বীর্যের মধ্যে শুক্রের পরিমান ও গুনগত মানের উপর নির্ভর করে আপনি বাবা হতে পারবেন কিনা। “বীর্য পাতলা” এটা কোন রোগ না। এর সাথে যৌন দুর্বলতারও কোন সম্পর্ক নাই।
যৌন মিলন আনেক্ষণ ধরেই হতে হবে এমন কোন নিয়ম নেই। যথেষ্ট পুরমান ফোর প্লে বা পূর্ব উত্তেজনার মাধ্যমে এক বা দুই মিনিটের মধ্যেই সঙ্গীনি কে পরিপূর্ন তৃপ্তি দিয়া সম্ভব। আর এ ক্ষেত্রে লিঙ্গের আকার কোন ফ্যাক্ট নয়।
আপনারা আমাদের পোস্ট দেখতে পান কিনা জানিনা। যদি দেখতে পান তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করে আলামাত রেখে যাইয়েন! আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।

পড়ুন  দিনে 4-5 বার বীর্যপাত হয়,অতিরিক্ত বীর্যপাত করা কী ঠিক? পরে কী অসুবিধে হতে পারে?

 

যৌন আনন্দ লাভের আগেই বীর্য বের হয়ে যাওয়া সমস্যার সমাধান কি?

 

আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

 

আরো অনেকে খুজেছে
মেয়েদের মাসিক; ছেলেদের স্বপ্নদোষ; সাইজ; লিঙ্গের আকার; poroser linggo; পুরুষ লিংগের আকার; মেয়ের মাসিক; লিঙ্গের আগা মোটা গোড়াইল চিকন; বীর্জ পাতলা; বাকাঁ লিঙ্গ সোযা করা উপায় আছে কি; বাংলি মেয়ে দের মাসিক ভিডিও; লিঙ্গের স্বাভাবিক আকার; বাংলা মেয়ের মাসিক; বাংলা মেয়েদের মাসিক; বাংলা মেয়ে মাশিক হয় কেন; বাংলা মেয়ের মাসিক; মেয়েদের মাসিক পিকচার; বাংলা পেনিচ;; মাসিক মেয়েরা; মেয়ে লিঙ্গ সমস্যা; লিঙ্গের আকার ?; লিঙ্গের; লিঙ্গ সর্ম্পকে কি কথা; লিঙ্গ চিকন কি উপায়; লিঙ্গ; রমজান মাসে মেয়েদের মাসিক; লিঙ্গের গোড়া ভাঙ্গা; লিঙ্গের বাঁকা; লিঙ্গের সাইজ; বাংলা পেনিচ; বাংলা apps আগা মোটা গোড়া চিকন; penice সাইজ; lingor somosha; Lingo Poroser lingo; www lingo sige banglay; প্রয়োজনিয় লিঙ্গের সাইজ; ধোনের আগা মোটা গোড়া চিকন এটা কী কোন সমস্যা?; ধনের আগা মোটা গোড়া চিকন এর চিকিতসা চাই; ধনের আগা মোটা গোড়া চিকন এর ওপায় কি; দৈহিক মিলনের সময় বাড়ানোর কৌশল; ছেলেদের লিঙ; কি ওধুদ খেলে লিঙ্গ মোটা হয় –; আমার ধোনের আগা মোটা গোড়া চিকন; আমার দোনের আগা মোটা; আকার লিঙ্গের; www লিঙ্গ বড় করার উপায় com;
Tags: ছেলেদের স্বপ্নদোষ, বিবাহ বিচ্ছেদ, বীর্য পাতলা, মেয়েদের মাসিক, যৌন তৃপ্তি, লিঙ্গ বড়, লিঙ্গের আকার, লিঙ্গের আগা মোটা গোড়া চিকন, লিঙ্গের সাইজ, স্ত্রী কে পূর্ণ তৃপ্তি, স্বপ্নদোষ, হস্তমৌথুন

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

3 comments

  1. যদি কোন কারনে পুরুষের যৌনাঙ্গ ছোট,চিকন হয় এবং অনডকোষের রগ অসাভাবিক ও ব্যথা অনুভব হয়, তাহলে অবিবাহিত পুরুষের কি করনিয়? সে কি বিবাহ করতে পারবে?

    • Aponar Doctor

      Jলিঙাগ ছোট সমস্যাটা বিশেষভাবে আপনার মনের দুর্বলতা।অার ব্যাথাটা অবশ্যই সমস্যা আপনি ভালো কোন ডাক্তারের পরামর্শ নিন।

  2. jodi long time sex korte sai?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.