...

যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপূর্ণ

যৌন মিলন

যৌন মিলন শেষ হবার পর যে ৫টি বিষয় গুরত্বপূর্ণ

 

যৌন মিলন করারপর প্রত্যেক দম্পতির কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিতেএই গুরুত্বপূর্ণ বিসযগুলো মাথায় না রাখলে দাম্পত্য জীবন সুখের হয় না।আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের পক্ষ থেকে আজ জানবেন যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপুর্ন সহকারে পালন করা উচিত সেই বিষয়ে।ছরুন শুরু করা যাক।
1. যৌন মিলন পরবর্তীসময় মিলনের পোষ্টমটেম করবেন না। অর্থাৎমিলনের পর পরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌন মিলন করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পুর্নতৃপ্তি পাবেন এমন কোনকথা নয়। আপানার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়। তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন।

 

কি কারণে যৌন মিলনে ১ থেকে ৫ মিনিটের বেশি থাকতে পারেন না?

 

2. যৌন মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ জোগাবে আপানাকে তৃপ্ত করার।

পড়ুন  যৌনমিলনের ১০ টি প্রধান উপকারীতা -কিভাবে শাররীক মিলন স্বামী-স্ত্রীর উপকারে আসতে পারে?

 

3. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবনতাআছে যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারীতার পাওনা/বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখি পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পুরন করার আগ্রহ জাগে।

 

4. যৌন মিলন করার পর পর অন্ততঃ দুই-তিন মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন । তার চেয়ে বেশি সময় নিলে আরো ভাল।

 

5. যৌন মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন “আমি তোমায় অনেনননক ভালবাসি”।

 

উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। মনে রাখবেন যৌন জীবনকে সুখময় করতে হলে আপনাকে অনেক কিছু মনে চলতে হবে এবং আপনি ও অনেক কিছু পাবেন।

 

আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।

পড়ুন  অসুরক্ষিত সঙ্গম করার পর পুরুষাঙ্গ থেকে পূঁয বের হচ্ছে, কি করব?

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

4 comments

  1. amar period ar tarikh 10 days per hoar karone ami doctor ar kache jai kintu ultu sonugrum kichu dhora poreni abong period hoar medicine deibu5din kaoarpor ami prgnency kit ar dara test kori positive hoi so ami esovnt200 khai10ta karon ami ai bachha chaini amar ager bachati akhono choto.kintu period thikmoto na howar karone3 days pore 4ti medicine khai but6days pore bondho hoejai.aktu aktu hochilo akhon amar ki kora uchit .amar age26.

    • Aponar Doctor

      যেহেতু আপনি অলরেডি অন্ত:সত্বা তাই আরতো কিছু করার পথ নাই। বাচ্চা নষ্ট করার মনমানুষিকতা কখনই না আনা ভালো।ধণ্যবাদ

  2. ami akta baby MR korci.now baby nita cai. bt hoi ni.amr husband probasi.please apu help me by advice

    • Aponar Doctor

      স্বামী ছাড়াতো সম্ভব না।সামীকে দেশে আসতে বলুন ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.