মানব দেহের ২৪ ঘন্টার কার্যক্রম
জটিল মানুসের দেহের গটন।বিভিন্ন ক্রিয়ার সমষ্টিগত রূপ আমাদের বড়ই কৌতুহলীয় মানব দেহ।বড় বিচিত্র এর কার্যকলাপ।আপনার ডক্টর অনরাইক বাংলা হেল্থ পোর্টালের পক্ষ থেকে মানব দেহের গড়ে ২৪ঘন্টার কার্যক্রম সম্পর্কে জানুন।
►► মানব দেহের হৃদপিন্ডের কার্যক্রম: হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!
►► ফুসফুস: ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!
►► রক্ত :রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!
►► মানব দেহের নখের কার্যক্রম নখ: নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► মানব দেহের চুলের কার্যক্রম: চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!
►► ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!
►► শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে!!
►► ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!
►► ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে!!
যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
i alaways withvu