...

কখন গোসল করা ফরজ, কীভাবে করতে হয়

গোসলের মূল উদ্দেশ্যই হলো পবিত্র হওয়া। সেই সঙ্গে শরীরের ময়লা-দুর্গন্ধ দূর হয় এবং সবগুলো স্নায়ু একসঙ্গে সজাগ হয়ে ওঠে। প্রতিদিন গোসলের ফলে আমাদের ত্বক থেকে এক ধরনের তেল নিঃসরিত হয়, যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখে।

ইসলামিক জীবন বিধান অনুযায়ী, পরিচ্ছন্নতার দিকে সবসময় খেয়াল রাখতে হয়। তাই অজুর পাশাপাশি অনেক গোসলও করতে হয়। ইসলামী শরিয়ত মতে গোসলের বিধান সব সময় এক নয়। তা কখনো ফরজ, কখনো সুন্নত আর কখনো নফল বা মুস্তাহাব।

কখন গোসল করা ফরজ, কীভাবে করতে হয়

আজ আমরা আলোচনা করবো ফরজ গোসল সম্পর্কে। ফরজ গোসল কখন ও কীভাবে করতে হয়, জেনে নিন-

পাঁচ কারণে গোসল ফরজ হয়

১. স্বামী-স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্নদোষ হলে।

২. নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে।

৩. সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে।

৪. মৃত ব্যক্তিকে গোসল দেয়া জীবিতদের জন্য।

৫. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে।

গোসলের ফরজ

গোসলের ফরজ তিনটি। এ গুলোর কোনো একটি ছুটে গেলে ফরজ গোসল আদায় হবে না।

পড়ুন  আমার স্বামী শারীরিক মিলনে অক্ষম , আমার কী করা উচিত?

১. কুলি করা।

২. নাকে পানি দেয়া।

৩. পুরো শরীরে পানি পৌঁছানো।

ফরজ গোসল করার নিয়ম

মনে মনে অপবিত্রতা দূর করার নিয়ত করা। তারপর লজ্জাস্থান বা শরীরে লেগে থাকা নাপাকি ধুয়ে ফেলা। তারপর অজু করা। এরপর পানি দিয়ে মাথা ভিজিয়ে প্রথমে শরীরের ডান অংশে এবং পরে বাম অংশে পানি ঢালা। তারপর সারা শরীরে পানি ঢেলে দেওয়া।

হযরত মুহাম্মদ (সা.)-এর পুণ্যবতী সহধর্মিণী হজরত মায়মুনা (রা.) বলেছেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-এর জন্য গোসলের পানি রাখলাম। তা দিয়ে তিনি (জানাবাতের ফরজ) গোসল করলেন। প্রথমে পানি ঢালার পাত্র ডান হাতের ওপর কাৎ করে ডান হাত দুই বা তিনবার ধৌত করলেন। অতঃপর লজ্জাস্থানের ওপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করলেন। পরে মাটির ওপর হাত ঘষে (দুর্গন্ধমুক্ত হওয়ার জন্য) তা পানি দিয়ে ধৌত করলেন। তারপর কুলি করলেন এবং নাক পরিষ্কার করলেন। মুখমণ্ডল ও দুই হাত ধৌত করলেন। এরপর মাথা ও সর্বাঙ্গে পানি ঢাললেন। সবশেষে ওই স্থান থেকে অল্প দূরে সরে গিয়ে উভয় পা ধৌত করলেন।’ (আবু দাউদ : ২৪৫)

পড়ুন  রোজা রেখে গান শোনা যাবে কি?

মনে রাখতে হবে, গোসলের সময় পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে।

গোসল কখন মুস্তাহাব

নিম্নোল্লিখিত কয়েকটি অবস্থায় গোসল করা মুস্তাহাব।

১। শাবানের ১৫ তারিখ রাতে। (জামেউল আহাদিস : ৩৯/৪৮৬, আলফিকহুল ইসলামি : ১/৪৮০)

২। কদরের রাতে। (বুখারি, হাদিস : ৩৪)

৩। সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজ এবং বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। (আবু দাউদ, হাদিস : ২৯৯)

৪। ভীতিকর পরিস্থিতি, ব্যাপক অন্ধকার এবং প্রচণ্ড মেঘের সময়। (সুরা : আল হাক্কা, আয়াত : ৬)

৫। নতুন কাপড় পরিধানের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)

৬। গুনাহ থেকে ক্ষমা চাওয়ার সময়। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৪০)

৭। সফর থেকে প্রত্যাবর্তনের সময়। (তিরমিজি, হাদিস : ২৭২৩)

৮। মদিনায় প্রবেশের সময়। (দারাকুতনি, হাদিস : ২৭২৬)

৯। মক্কা মুকাররামায় প্রবেশের ইচ্ছা করলে। (বুখারি, হাদিস : ১৪৭০)

১০। কোরবানির দিন সকালে মুজদালিফায় অবস্থানের সময় এবং তাওয়াফে জিয়ারতের জন্য। (আবু দাউদ, হাদিস : ২৯৯, তিরমিজি, হাদিস : ২৭২৩)

১১। মৃত ব্যক্তিকে গোসল দানকারীর জন্য। (আবু দাউদ, হাদিস : ২৭৪৯)

পড়ুন  আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড এর সাথে আমার প্রেমকিার রিলেশন...

১২। শিঙ্গা লাগানোর পর। (আবু দাউদ, হাদিস : ২৯৪)

১৩। মাতাল বা বেহুঁশ ব্যক্তির স্বাভাবিক জ্ঞান ফেরার পর। (মুসান্নাফে আব্দির রাজ্জাক : ১/১৩২, বুখারি, হাদিস : ৬৪৬)

১৪। ইসলাম ধর্ম গ্রহণ করার সময়, যদি সে পাক থাকে তবু গোসল করা মুস্তাহাব। কিন্তু সে যদি নাপাক থাকে তবে তো গোসল করা ফরজ। (সহিহ ইবনে হিব্বান : ৪/৪২, সুরা : মায়িদা, আয়াত : ৬)

ডেইলি বাংলাদেশ/এনকে

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.