মেয়েদের গনোরিয়া সম্পর্কে জানেন তো?
গনোরিয়া(ইংরেজি: Gonorrhea) হচ্ছে একটি যৌনবাহিত রোগ।Neisseria gonorrhoeae (নিশেরিয়া গনোরি) নামক জীবাণু এই রোগের জন্য দায়ী। পুরুষের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া (ডিজইউরিয়া) ও মূত্রনালি দিয়ে পূয বের হয়। স্ত্রীলোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না আবার কারো ক্ষেত্রে যোনিপথে পূয বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। যদি সময়মত এই রোগের চিকিৎসা না করালে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এই রোগ আশেপাশে ছড়িয়ে যেতে পারে এবং পুরুষের এপিডিডাইমিস ও মহিলার তলপেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। গনোরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি এটি শরীরের অস্থিসন্ধিসমূহ ও হার্টের ভালবকেও আক্রান্ত করতে পারে।
২৫ বছরের নিচে যৌনকার্যে সক্রিয় সকল নারীদের প্রতিবছর এই রোগের পরীক্ষা করানো উচিত। সমকামী পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
যৌনমিলনের সময় কনডম ব্যবহার করে গনোরিয়া প্রতিরোধ করা যায়।
বর্তমান অধিকাংশ মহিলারা এই ভয়বহ রোগে আক্রান্ত তবে সে নিজেও জানেনা আবার ডাক্তারদের সাথে খোলামেলা সব শেয়ার না করার কারণে ডাক্তারাও ধরতে বা বুঝতে পারেনা।
গনোরিয়া রোগের লক্ষণঃ
প্রাথমিক পর্যায়ে লক্ষণ নাও দেখা যেতে পারে। পরে ধীরে ধীরে রোগ শরীরে বিস্তার করলে লক্ষণ দেখা যায়।
*যোনিপথ আক্রান্ত হতে পারে।
*সাদাস্রাব বা হলুদ স্রাব বের হয়।
*সাহবাসে জালাপুড়া করতে পরে।
*ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
#এই চারটি লক্ষণের যে কোনো একটি বা দুইটি লক্ষণ দেখাদিতে পারে।