...

লম্বা চুল পেতে মেনে চলুন ৫টি সহজ বিষয়

চেহারায় সৌন্দর্য যোগ করে চুল। তা কেবল সুন্দরই করে না, চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিত্বও তৈরি করে। নারী-পুরুষ নির্বিশেষ তাই চুলের যত্ন নিতে চান সবাই। কেবল চুল ঝরা বা শুষ্ক চুল রুখে দেওয়ার উপায় জানাই শেষ কথা নয়, সুন্দর চুল পেতে হলে জানতে হয় সহজে চুল বাড়ানোর পদ্ধতিও।

অনেকেরই অভিযোগ থাকে, ঠিক মতো চুল বাড়ছে না। রাপুনজেলের মতো একঢাল লম্বা চুল যে হতেই হবে, তা নয়, অনেকেই ছোট চুল পছন্দ করেন। কিন্তু চুলের আকার যেমনই হোক, স্বাভাবিক হারে তার বৃদ্ধিও প্রয়োজন। চুল একটা সময়ের পর আর না বাড়লে তা চুলের অস্বাস্থ্যকেই ইঙ্গিত করে।

তাই ছোট চুল হোক বা বড়, চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি। বিশেষ করে যারা একঢাল লম্বা চুল পছন্দ করেন, তাদের জন্যও এই সব কৌশল অত্যন্ত কার্যকর।

তেল
বিশেষজ্ঞদের মতে, আজকাল অনেকেই চুলে তেল দেন না, প্রায় রোজই শ্যাম্পু করেন। কন্ডিশনারসহ শ্যাম্পু চুলের জন্য উপকারী। কিন্তু শ্যাম্পুর সঙ্গে তেলেও মন দিতে হবে বইকি! সপ্তাহে দু’দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে মাথার ত্বকে মাসাজ করুন। বালিশে যাতে তেল না লাগে, সেভাবে মাথায় কাপড় বা নরম তোয়ালে জড়িয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুলের গোড়া শক্ত হবে ও চুল সহজে ভাঙবে না। তেল থেকে যেটুকু খাবার চুল পায়, তাও মিলবে।

রাসায়নিক নয়
চুলের বৃদ্ধি বজায় রাখতে হলে শ্যাম্পুর দিকে নজর দিন। সিলিকন, সালফাইটমুক্ত কম ক্ষারযুক্ত শ্যাম্পু চুলের জন্য ভাল। অতিরিক্ত রাসায়নিকযুক্ত শ্যাম্পু স্টাইল ও ফ্যাশনে সাহায্য করলেও তা আদতে চুলের গোড়ার ক্ষতি করে ও বৃদ্ধি আটকায়। চুল খুব বেশি ঘষাও ভাল নয়। শ্যাম্পুর সময় প্রয়োজনের বেশি চুল ঘষবেন না ও কখনওই গরম পানি দেবেন না চুলে।

কন্ডিশনার
কন্ডিশনারের ক্ষেত্রেও বাছাইয়ের বিষয়ে খুব সাবধান হতে হবে। রাসায়নিকমুক্ত ও প্রাকৃতিক তেল যেমন বাবাসু, নারকেলযুক্ত তেল, মধু ইত্যাদি সমৃদ্ধ কন্ডিশনার বাছুন।

বালিশ
চুলের স্বাস্থ্যরক্ষায় এ সবেও নজর দিতে হবে। চুল নিজেই প্রাকৃতিক উপায়ে তেল তৈরি করে তার গোড়াকে ভাল রাখার চেষ্টা করে। কিন্তু একটানা সুতি, পলিয়েস্টার বা রেয়নের ওয়াড়ে শুলে চুলের তেল শুষে নেয় তারা। তাই চেষ্টা করুন সিল্কের ওয়াড় ব্যবহার করতে। ঘুমনোর সময় চুল বেঁধে নিন। এটা বালিশের সঙ্গে ঘষা খাওয়ার সম্ভাবনা কমবে।

পড়ুন  নতুন চুল গজানোর যাদুকরী উপায় জেনে নিন

না বলুন
চুলের বাড়বাড়ন্ত স্বাভাবিক রাখতে গেলে কিছু বিষয় এড়াতেই হবে। খুব বেশি হিট নেওয়া চলবে না। এমন কিছু স্টাইলে চুল কাটা, যেখানে প্রচুর কুচো চুল বাদ পড়ে (মিক্স অ্যান্ড ম্যাচ, ক্রিয়েটিভ কাট ইত্যাদি) এড়াতে হবে তা-ও। এতে চুলের গোছা পাতলা হয় ও সামঞ্জস্য আসা খুবই সময়সাপেক্ষ বিষয় হয়ে ওঠে।

সূত্র: আনন্দবাজার

লম্বা চুল নিয়ে কবিতা, লম্বা চুলের ছবি, লম্বা চুলের মেয়ে, লম্বা চুলের কাটিং, লম্বা চুলের কবিতা, লম্বা চুলের স্টাইল, লম্বা চুলের মেয়েরা কেমন হয়, লম্বা চুল নিয়ে ছন্দ, লম্বা চুল কবিতা, লম্বা চুল মেয়ে, লম্বা চুল কাটার গল্প, লম্বা চুল পাওয়ার উপায়, লম্বা চুল গান, লম্বা চুল এমন মাথায় বেধে দেব, চুল লম্বা করতে অ্যালোভেরা, লম্বা লম্বা চুল, চুল লম্বা হওয়ার আমল, লম্বা চুলের যত্ন, লম্বা চুলের উপায়, লম্বা চুল করার উপায়, লম্বা চুল নিয়ে উক্তি, লম্বা চুলের সহজ উপায়, চুল লম্বা হওয়ার উপায়, চুল লম্বা করার উপায় জানতে চাই, চুল লম্বা হবার উপায়, ৭ দিনে চুল লম্বা করার উপায়, প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায়, চুল দ্রুত লম্বা করার উপায়, চুল তাড়াতাড়ি লম্বা করার উপায়, চুল তাড়াতাড়ি লম্বা হওয়ার উপায়, দ্রুত চুল লম্বা হওয়ার উপায়, লম্বা চুল এমন মাথায়, লম্বা লম্বা চুল এমন, লম্বা লম্বা চুল এমন মাথায় দেব, লম্বা লম্বা চুল এমন খোপা, লম্বা লম্বা চুল এমন মাথায় বেধে দেব লাল গোলাপ ফুল, লম্বা লম্বা চুল এমন মাথায় বেধে দেব লাল গেন্দা ফুল ভিডিও, লম্বা লম্বা চুল এমন মাথায় বেধে দেব লাল গেন্দা ফুল গান, এই লম্বা লম্বা চুল, লম্বা চুলের ওয়াজ, চুল লম্বা ও ঘন করার উপায়, চুল লম্বা ও ঘন করার প্রাকৃতিক উপায়, চুল লম্বা ও সিল্কি করার উপায়, চুল লম্বা ও ঘন হওয়ার দোয়া, চুল লম্বা ও ঘন হওয়ার উপায়, চুল লম্বা ও ঘন করার দোয়া, চুল লম্বা ও ঘন করার সহজ উপায়, চুল লম্বা হওয়ার ঔষধ, লম্বা চুল কিভাবে হয়, লম্বা চুল কি করে হয়, লম্বা চুল কিভাবে, লম্বা চুলের খোপা, লম্বা লম্বা চুল এমন খুপা বেদে দেব লাল গোলাপ ফুল, লম্বা চুলের গান, লম্বা লম্বা চুল গান ভিডিও, লম্বা লম্বা চুল গান, লম্বা লম্বা চুল গান দাও, লম্বা লম্বা চুল গানা ভিডিও, লম্বা মাথার চুল গান, সবচেয়ে লম্বা চুল, চুল লম্বা ঘন করার উপায়, চুল লম্বা ঘন কালো করার উপায়, চুল লম্বা ঘন করার পদ্ধতি, চুল লম্বা ঘন করার দোয়া, চুল লম্বা ঘন সিল্কি করার উপায়, চুল লম্বা ঘন হওয়ার দোয়া, চুল লম্বা ঘন হয়, চুল লম্বা ঘন হওয়ার উপায়, চুল লম্বা চুল, লম্বা চুলের জন্য কি করতে হবে, লম্বা চুলের জন্য, চুল লম্বা হওয়ার জন্য, চুল লম্বা করার জন্য উপায়, চুল লম্বা করার জন্য তেল, চুল লম্বা হওয়ার জন্য কি করতে হবে, চুল লম্বা হওয়ার জিনিস, চুল লম্বা করার জন্য এলোভেরা, লম্বা চুলের টিপস, লম্বা চুলের টিকটক, চুল লম্বা হওয়ার টিপস, চুল লম্বা হওয়ার ঘরোয়া টিপস, চুল লম্বা হওয়ার কিছু টিপস, চুল দ্রুত লম্বা করার টিপস, চুল ঘন ও লম্বা হওয়ার টিপস, লম্বা চুল ডিজে, লম্বা চুল ডিজে গান, লম্বা চুলের ডিজাইন, চুল লম্বা ডিজাইন, লম্বা লম্বা চুল ডিজে সং, লম্বা লম্বা চুল ডিজে গানা, ছেলেদের লম্বা চুলের ডিজাইন ছবি, ছেলেদের লম্বা চুলের ডিজাইন, লম্বা চুলের তেল, চুল লম্বা করার তেলের নাম কি, চুল লম্বা হওয়ার তেল, চুল লম্বা করার তেলের নাম, চুল লম্বা হওয়ার তেল দেখি, চুল লম্বা হওয়ার তেলের নাম, চুল লম্বা দোয়া, স্বপ্নে লম্বা চুল দেখলে কি হয়, লম্বা চুলের বেণী দুলিয়ে, চুল লম্বা হওয়ার দোয়া, চুল লম্বা করার দোয়া, স্বপ্নে চুল লম্বা দেখা, চুল লম্বা হবার দোয়া, চুল দ্রুত লম্বা করার সহজ উপায়, লম্বা চুলের নারী, চুল লম্বা না হওয়ার কারণ, লম্বা চুল বাধার নিয়ম, লম্বা লম্বা চুল নিউ সং, চুল লম্বা হওয়ার নিয়ম, লম্বা চুল পেতে, লম্বা চুলের পিক, লম্বা চুলের পিকচার, লম্বা চুলের পদ্ধতি, চুল লম্বা পদ্ধতি, চুল লম্বা করার পদ্ধতি, চুল লম্বা হওয়ার পদ্ধতি, পা পর্যন্ত লম্বা চুল, লম্বা চুলের ফ্যাশন, চুল লম্বা করার ফর্মুলা, চুল লম্বা হওয়ার ফর্মুলা, লম্বা লম্বা চুল গেন্দা ফুল, লম্বা চুল বাধা, লম্বা চুল বাধার স্টাইল, লম্বা চুলের বেনি, লম্বা চুলে বেনি, বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, লম্বা লম্বা চুল বাংলা গান, লম্বা চুল ভিডিও গান, লম্বা চুলের ভূত, লম্বা চুলের ভুত কাটুন, লম্বা লম্বা চুল ভিডিও গানা, বড়লোকের বেটিরে লম্বা চুল ভিডিও গান, বেটি লো লম্বা লম্বা চুল ভিডিও গান, লোকের বেটি লম্বা লম্বা চুল ভিডিও গান, বিটি লো লম্বা লম্বা চুল ভিডিও গান, লম্বা মাথার চুল, লম্বা মাথায় চুল, লম্বা মুখের চুলের স্টাইল, লম্বা চুল এমন মাথায় বেধে দেব লাল গেন্দা ফুল, চুল লম্বা চুলের যত্ন, ছেলেদের লম্বা চুলের যত্ন, চুল লম্বা করা যায় কিভাবে, চুল লম্বা করা যায়, চুল লম্বা হওয়া যায়, কিভাবে চুল লম্বা করা যায়, লম্বা চুল লম্বা লম্বা চুল, লম্বা চুলের লেয়ার কাট, লম্বা লম্বা চুল লাল গেন্দা ফুল, লম্বা লম্বা চুল সং, লম্বা লম্বা চুল এমন মাথায় বেধে দেব, লম্বা লম্বা চুল ভিডিও গান, চুল লম্বা হওয়ার শ্যাম্পু, লম্বা চুল সং, লম্বা চুলের সাজ, চুল লম্বা সহজ উপায়, লম্বা চুলের হেয়ার স্টাইল, লম্বা চুলের হেয়ার কাট, লম্বা চুলের হেয়ার স্টাইল ছেলেদের, লম্বা চুলের হেয়ার কাটিং, চুল লম্বা হওয়া, 1 সপ্তাহে চুল লম্বা করার উপায়, lomba lomba chul 320kbps,

পড়ুন  লম্বা চুল পেতে ব্যবহার করুন কলা ও কমলার হেয়ার প্যাক

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.