
ইনবক্সে অনেকে জানতে চেয়েছেন যে Mintop কি ? অঅপনার ডক্টর অনলাইন হেল্থ সাইট পাঠকদের প্রয়োজনীয়তার দিকে বিশেষভাবে খেয়াল রাখে অঅর তারই প্রমাণ এই রকম প্রশ্নের দেওয়া উত্তর। তাহলে চলুন Mintop সম্পর্কে জেনে নিই।
Mintop হলো পুরুষদের চুলের regrowth করার lotion . এক কথায় Mintop is used for hair fall solution .এটির সক্রিয় উপাদান minoxidil.
Mintop চুল পড়া সমাধান 2%, 5% থেকে 10% পাওয়া যায়. 5% পুরুষদের জন্য যখন 2% এবং 10% নারী আছে।এটি একটি ড্রপার সংযুক্ত, এবং সুন্দর একটি কার্ডবোর্ডের বাক্স মধ্যে বস্তাবন্দী হয় , সঙ্গে একটি বলিষ্ঠ কাচ বোতল আছে। এটি হালকা হলুদ রং এবং একটি ভেষজ গন্ধ সঙ্গে একটু ভারী হয়।অনেক গন্ধ থাকলেও Mintop অনেক কার্যকরী।
আপনি কি সত্যিই চুল regrow কিভাবে জানতে চান ?তবে এটি ব্যবহারের পূর্বে স্বাভাবিকভাবেই আপনাকে এই সমস্যার প্রধান উৎস খুঁজে বের করতে হবে।চুল ক্ষতির কারণ হতে পারে গুরুতর মানসিক বা মানসিক চাপ। আগে সবকিছুর আসল কারণ জেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ