মেয়েদের চেহারার আসল সুন্দর্য তখন প্রকাশ পায় যখন সুন্দর কোন স্টাইলে চুল বাঁধে।বিয় বা বিভিন্ন পার্টি বা নানা অনুষ্ঠানে মেকাপের সাথে সাথে খোঁপা না করলে যেন সাজটাই অপূর্ণ রয়ে যায়।আজ আপনাদের সাথে শেয়ার করব best hair tips যার মাধ্যমে আপনি দারুন স্টাইলে চুল বাঁধাতে পারবেন।
খোঁপা বাঁধার স্টাইল–
প্রথমে চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে। এবার পেছনে উঁচু করে দুইটি পনি টেইল বাঁধুন।চুলে হেয়ার ক্রিম লাগান। এরপর প্রত্যেকটি পনি টেইল দুই অংশে ভাগ করুন এবং দড়ির মত করে প্যাঁচাতে থাকুন।এবার একদম শেষে একটি চিকন হেয়ার ব্যান্ড লাগিয়ে নিন।
খোঁপা বাঁধার স্টাইল–
প্রথমে চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে। এবার পেছনে উঁচু করে দুইটি পনি টেইল বাঁধুন।চুলে হেয়ার ক্রিম লাগান। এরপর প্রত্যেকটি পনি টেইল দুই অংশে ভাগ করুন এবং দড়ির মত করে প্যাঁচাতে থাকুন।এবার একদম শেষে একটি চিকন হেয়ার ব্যান্ড লাগিয়ে নিন।
খোপা বেশি সুন্দর ও ফোলানো দেকানোর জন্য হাত দিয়ে পেঁচানো চুলগুলো হালকা করুন।ডান পাশে যে বেণিটি আছে , সেটি উপরের দিকে নিয়ে নিন এবং পেঁচিয়ে শেষের অংশে একটি ক্লিপ লাগিয়ে দিন যাতে সহজে না খসে যায়।
Loading...
একইভাবে বাম দিকের প্যাঁচানো বেণিটি ক্লিপ দিয়ে আটকান যাতে করে পিছনের দিকের সিঁথি দেখা না যায়।
খোঁপা ভালো করে ক্লিপ দিয়ে লাগানোর পরে খোঁপার উপর হেয়ার স্প্রে করে দিন।
ফুল সব সময় সৌন্দর্য বুদ্ধি করে থাকে।তাই চুলে গুজে দিতে পারেন একটা দারুন ফুল।এত করে আপনার সুন্দর্য অনেকটা বেড়ে যাবে। ব্যাস কাজ শেষ এবার অঅপনি কোন অনুষ্টান বা বাইরে যাওয়ার জন্য একদম তৈরী।
আমাদের সাথে থাকুন আর জানুন রূপচর্চার সকল টিপস। আমাদের টিপসগুলো ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন।ধন্যবাদ।
আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ