...

জেনে নিন স্ট্রোবিং মেকআপের নতুন ট্রেন্ড?

স্ট্রোবিং
জেনে নিন স্ট্রোবিং মেকআপের নতুন ট্রেন্ড?

নামীদামী অনেক মেকআপ ব্লগার এবং মেকআপ গুরুর কাছে স্ট্রোবিং কথাটা প্রায়শই শোনা যাচ্ছে। স্ট্রোবিং আসলে কী? কেনই বা ধীরেধীরে কন্টোর হাইলাইটং এর মত জনপ্রিয় হয়ে উঠছে, চলুন তাহলে জেনে নেয়া যাক।

স্ট্রোবিং কি?
সোজাকথায় স্ট্রোবিং হল ফেস হাইলাইটিং করা। তবে গতানুগতিক হাইলাইটিং এ যতটুকু হাইলাইট করা হয় স্ট্রোবিংয়ের ক্ষেত্রে তার চেয়ে তিন চার গুণ বেশী হাইলাইট করা।
এর মুল উদ্দেশ্য হচ্ছে, মেকআপ এর মাধ্যমে ফেসকে অনেক বেশী গ্লোয়িং এবং রেডিয়েন্ট লুক দেয়া। তবে,এখানে কোনো ব্রনজার এর কাজ থাকবেনা।
স্ট্রোবিং কন্টোরিং এর চেয়ে অপেক্ষাকৃত সহজ কারণ শুধু হাইলাইট করতে হয় তাছাড়া বিভিন্ন জায়গায়,কন্টোর এর মত ডার্ক শেড ও লাইট শেড নিয়ে ব্লেন্ডিং এর ঝামেলা নেই।

কীভাবে স্ট্রোবিং করবেন?
সাধারণত আমরা যেভাবে মেকআপ করি সবকিছু ঠিক সেভাবেই হবে তবে শুধুমাত্র ব্রনজারের ব্যাবহার ছাড়া। ভালমানের একটি হাইলাইটার লাগবে। যেখানে যেখানে হাইলাইটিং করতে হবে সেগুলো হচ্ছে।
• কপাল এর মাঝখানে
• টিপ অফ নোজ এ ( নাকের ব্রিজ বরাবর)
• কিউপিড বো ( নোজ টিপ বরাবর আপার লিপ এর উপরের জায়গাটি )
• চিবুক
• চিকবোনে ( গালের হাড় এ)
• ব্রো আর্চ এ ( ব্রো এর উপরে সবচেয়ে উচু জায়গাটিতে)
• ব্রো বোন এ
• ইনার কর্নার
এই জায়গা গুলোতে অনেক অনেক বেশী করে হাইলাইট আ্যপ্লাই করেলেই হয়ে যাবে স্ট্রোবিং! হ্যাঁ এতোই সহজ। সবশেষে মেকআপ সেটিং স্প্রে দিতে হবে।

পড়ুন  ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন আনারসের ফেসমাস্ক

কিছু টিপসঃ
• dewy ফিনিস দেয় এমন ফাউন্ডেশনে ভালো ফলাফল পাওয়া যাবে।
* পাউডার হাইলাইটার এর বদলে লিকুইড হাইলাইটার ব্যাবহার করতে পারেন।
* ব্লাস- অন ব্যাবহার করতে পারেন।

স্ট্রোবিং এর উপযোগী কিছু পণ্যঃ
**Elf Highlight in Moonlight Pearl
** Physician formula shimmer strip in Miami strip
** The balm Mary lou-Manizer
**Hard Candy baked bronzer in Tiki
** Mac mineralized skin finish in Soft & gentle
**Hourglass ambient lightening powder in Luminous light
** Becca shimmering skin perfecter in Moonstone & Opal লিকুইড হাইলাইটার
** Benefit high beam
** Becca shimmering skin perfecter in Opal
** Josie maran argan illuminizer

সতর্কতাঃ
• তৈলাক্ত ত্বকে সাধারণত স্ট্রোবিং খুব একটা ভালো হয় না কারন এমনিতেই অয়েলি হয়ে থাকে তাই বেশী করে হাইলাইটার ব্যাবহারের তৈলাক্ত ভাব আরও বেশী করে ফুটে ওঠে।
• মুখে অবাঞ্ছিত লোম বা ফেসিয়াল হেয়ার থাকলে স্ট্রোবিং করলে সেগুলো বেশী করে ফুটে ওঠে তাই স্ট্রোবিং করার আগে ভালো করে আবাঞ্ছিত লোম পরিষ্কার করে সুন্দর স্মুথ একটা বেইজ মেকআপ করে নিতে হবে।

পড়ুন  যে মেকাপ টিপসগুলো ভালোবাসার মানুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে

আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

লিখেছেনঃ সারিয়া হোসেন
ছবি: মিমিচ্যাটার.কম

ফেসবুক কমেন্ট

comments

About সাদিয়া প্রভা

সাদিয়া প্রভা , ইন্ডিয়ার Apex Group of Institutions এর BBA এর ছাত্রী ছিলাম। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিয়সক তথ্য নিয়ে লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.