
আপনার ডক্টর বাংলা হেল্থ সাইট প্রায় ১ বছর যাবৎ বিভিন্ন হেল্থ বিষয়ক তথ্য দিয়ে যাচ্ছে। আর এই ধারা অব্যহত আছে শুধু আপনারা পাশে আছেন তাই। বীর্য কি এই বিষয়ে আজকের পোষ্ট।
অনেকেই এই প্রশ্নটি করেছেন যে বীর্য কি ? চলুন জেনে নিই বীর্য কি এবং এটি কি রঙের ?
বীর্য Semen যা বীর্যরস নামেও পরিচিত, হচ্ছে এক প্রকার জৈব তরল যা spermatozoa পারে ধারণ করে। বীর্য পেলভিসের ভেতরে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে বীর্য বের হয় তাকে বীর্যপাত বলে। তাহলে বীর্য কি প্রশ্নের কৌতুহল নিবারণ হলো।
জেনে নিন দ্রুত বীর্যপাতের সমাধান
জেনে নিন বীর্য পান করা কী আসলে ক্ষতিকর?
এবার চলুন জেনে নেই বীর্যের রং সম্বন্ধে: বীর্যের রং সাধারণত হলুদে-বাদামি বর্ণের হয়ে থাকে।
যৌ জীবনেকে সুখি করতেেএবং জনা জ্ঞানকে দৃঢ় ও অজানাকে জানার জন্য আমাদের সাথে থাকুন। আশাকরি অাপনার যৌন জীবন সুখময় ও দীর্ঘস্থায়ী হবে।
আপনার ডক্টর হেল্থ সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধণ্যবাদ আপনার ডক্টর হেল্থ সাইটের সাথে থাকার জন্য।
চিকন লিঙ্গ কি মোটা করা যায়? লিঙ্গ এতটাই চিকন যে কনডম লিঙ্গে লুজ হয়। এর সমাধান কি?
লিঙ্গ বড় করার কি কোন উপায় আছে?